Logo

রাজনীতি    >>   রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি

জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, "বৈষম্যহীনভাবে স্বচ্ছ যাচাই-বাছাই প্রক্রিয়ায় যোগ্য ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত করা হবে।" তিনি আরো বলেন, "সবাই সম্মিলিতভাবে কাজ করলে বাংলাদেশকে একটি আধুনিক কল্যাণরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে, ইনশাআল্লাহ।" আজ ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস, এ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। 

রাষ্ট্রপতি তার বাণীতে উল্লেখ করেছেন, "জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলের অধীনে গভর্নমেন্ট টু পার্সন (জিটুপি) পদ্ধতিতে ভাতা দেওয়া এবং বিভিন্ন কৌশলগত সংস্কার কর্মসূচি সামাজিক নিরাপত্তাবলয় দৃঢ়করণ ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।" তিনি বলেন, সুবিধাবঞ্চিত জনগণের সার্বিক উন্নয়নে প্রকৃত দুস্থ ও অসহায় মানুষের কাছে সরকারি সুবিধা পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, "দেশের কল্যাণমূলক কার্যক্রম ও উন্নয়নের সুফল সবার কাছে পৌঁছে দিতে সমাজের দুস্থ ও অসহায় মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের বিকল্প নেই।" তিনি আরো যোগ করেন, "জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করে একটি বৈষম্যমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সবার কাম্য।"

রাষ্ট্রপতি বলেন, "জনগণের জীবনমান উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত এবং মানবাধিকার সুরক্ষায় বয়স্ক, বিধবা, স্বামী নিগৃহীত মহিলাদের, প্রতিবন্ধী ব্যক্তিদের, সুবিধাবঞ্চিত শিশুদের এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকার ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে।"

তিনি জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন এবং দেশের কল্যাণমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert