সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া ৯ জানুয়ারি, শোক পালন করবেন মার্কিন জনগণ
- By Jamini Roy --
- 31 December, 2024
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে, যা ওয়াশিংটন ন্যাশনাল ক্যাথেড্রালে অনুষ্ঠিত হবে। মার্কিন সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। ১০০ বছর বয়সী কার্টার ২৯ ডিসেম্বর জর্জিয়ার প্লেইনসে মারা যান। তাঁর মৃত্যুতে যুক্তরাষ্ট্র সরকার শোকপ্রকাশ করেছে এবং ৬ দিনের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান আয়োজন করেছে।
প্রেসিডেন্ট জো বাইডেন ৯ জানুয়ারি সারা দেশে শোক পালনের ঘোষণা দিয়েছেন, এবং সেনাবাহিনী জানিয়েছে, কার্টারের দেহাবশেষ মোটর শোভাযাত্রায় তার জন্মস্থান জর্জিয়ায় নিয়ে যাওয়া হবে, যেখানে তাঁর বেড়ে ওঠার স্থানগুলোতে থামবে। সেখানে ন্যাশনাল পার্ক সার্ভিস ঐতিহাসিক ৩৯ বার ঘণ্টা বাজাবে, কারণ তিনি ছিলেন ৩৯তম মার্কিন প্রেসিডেন্ট।
এছাড়াও, তার দেহাবশেষ ৭ জানুয়ারি সকাল পর্যন্ত আটলান্টায় রাখা হবে, তারপর ওয়াশিংটন ডিসিতে নেওয়া হবে। ইউএস ক্যাপিটল ভবনে জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান পর্যন্ত তার মরদেহ সংরক্ষণ করা হবে।
অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পর ৯ জানুয়ারি জর্জিয়ায় কার্টারের পরিবার একটি ব্যক্তিগত অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন করবে, এবং তাঁকে তার স্ত্রী রোজালিন কার্টারের পাশে সমাধিস্থ করা হবে।
জর্জিয়ার চিনাবাদাম চাষী থেকে ৩৯তম মার্কিন প্রেসিডেন্টে পরিণত হওয়া জিমি কার্টার হোয়াইট হাউজে ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মেয়াদে মার্কিন অর্থনীতি এবং ইরানের জিম্মি সংকটের পাশাপাশি ইসরাইল ও মিশরের মধ্যে শান্তি স্থাপন করার মত বড় সাফল্য ছিল। পরবর্তীতে তার মানবিক কাজের জন্য সম্মানসূচক নোবেল পুরস্কার পেয়েছিলেন।