Logo

রাজনীতি    >>   জামায়াত আমির: আওয়ামী লীগ আমলে হত্যাকাণ্ডের বিচার চাইছে বাংলার মানুষ

জামায়াত আমির: আওয়ামী লীগ আমলে হত্যাকাণ্ডের বিচার চাইছে বাংলার মানুষ

জামায়াত আমির: আওয়ামী লীগ আমলে হত্যাকাণ্ডের বিচার চাইছে বাংলার মানুষ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে বক্তব্য রাখেন। তিনি মন্তব্য করেন যে, বাংলাদেশে আওয়ামী লীগ আমলে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, তার বিচার বাংলার মানুষ দেখতে চায়। জামায়াত আমির বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা জাতি কখনো ভুলবে না। ফ্যাসিস্ট নেত্রী লগি-বইঠা নিয়ে হামলার নির্দেশ দিয়েছিলেন। আজকের দিনে মানুষ এই হত্যাকাণ্ডের বিচার চায়।”

ডা. শফিকুর রহমান আরও বলেন, “আমরা শিক্ষাপ্রতিষ্ঠানকে মেরামত করার জন্য একটি নতুন যুদ্ধ শুরু করতে হবে। কোনো চাপাতিওয়ালা, চাঁদাবাজ বা টেন্ডারবাজদের শিক্ষাপ্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠানকে সঠিকভাবে গড়ে তোলা না গেলে, এই জাতি বারবার পথ হারাবে।”

তিনি আরো বলেন, “দেশের ছাত্র সমাজ এখন পরিবর্তনের দিকে। শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক ও অপরাধমূলক প্রভাবমুক্ত করা অপরিহার্য।”

এ দিন, ১৫ বছর পর উন্মুক্ত ময়দানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য সম্মেলন। সারা দেশ থেকে আসা ছাত্রশিবিরের সদস্যরা সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন। এই সম্মেলনে ২০২৫-২৬ মেয়াদে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন এবং সাধারণ সম্পাদক মনোনয়ন দেওয়া হবে।

ডা. শফিকুর রহমান তার বক্তব্যে শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং জাতীয় অগ্রগতিতে ছাত্রশিবিরের ভূমিকা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert