Logo

আন্তর্জাতিক    >>   সাহিত্য একাডেমির আয়োজনে মাসিক আবৃত্তি ও নতুন বইয়ের আলোচনা সভা অনুষ্ঠিত

সাহিত্য একাডেমির আয়োজনে মাসিক আবৃত্তি ও নতুন বইয়ের আলোচনা সভা অনুষ্ঠিত

সাহিত্য একাডেমির আয়োজনে মাসিক আবৃত্তি ও নতুন বইয়ের আলোচনা সভা অনুষ্ঠিত

গত ২৭ ডিসেম্বর শুক্রবার নিউইয়র্কের উডসাইডের সাহিত্য মিলনায়তনে সাহিত্য একাডেমীর উদ্যোগে মাসিক আবৃত্তি ও নতুন বইয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন সাহিত্য একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন।
অনুষ্ঠান শুরুতে সঞ্চালক মোশাররফ হোসেন উপস্থিত সকলকে নতুন বছর ২০২৫ সালের শুভেচ্ছা জানিয়ে বলেন, “নতুন বছর আমাদের জন্য নতুন সম্ভাবনা এবং সৃষ্টি ও চিন্তার ক্ষেত্র প্রসারিত করবে। আমরা সাহিত্যচর্চার মাধ্যমে সমাজকে আরো সমৃদ্ধ করতে চাই।”

এরপর, অতিথিরা সাহিত্য একাডেমীর চলমান কার্যক্রমের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন। উপস্থিত সবাই মাসিক আবৃত্তি পর্ব উপভোগ করেন, যেখানে বিভিন্ন কবি ও সাহিত্যিক তাদের লেখার মাধ্যমে উপস্থিত দর্শকদের মন্ত্রমুগ্ধ করেন। অনুষ্ঠানে উপস্থিত কবি ও সাহিত্যিকদের মধ‍্যে  মাসিক আবৃত্তি পর্বে বিশেষভাবে কবিতা পাঠ করেন সাহিত্য একাডেমীর  সদস‍্য আকবর হায়দার কিরণ , মাফিজুর রহমান, জেবুন্নেছা জোৎস্না , শাহ আলম, তাহমিনা শহীদ, শহীদ উদ্দীন , তাহমিনা খান , সবিতা দাস , রুমি রুম্মান, তমিজ উদ্দীন লোদী , এবিএম সালেহ উদ্দীন, মাসুম আহমেদ , রানু ফেরদৌস , আহমেদ হাসান, হাসান ফেরদৌস , কাজী আতীক  , মিয়া এম আছফির , মোহাম্মদ মজিবুর রহমান, বেনজির শিকদার , নাসির শিকদার , রাহাদ কাজী শিউলি, এলি বড়ুয়া, মিয়া জাকির , রানা আহমেদ? সুরীত বড়ুয়া, আহমেদ মাযহার, মো: আব্দুল কাইয়ুম , আবু নছর , স্বপন বিশ্বাস, শ‍্যামলী আহমেদ , ফারহানা হোসেন, ফরহাদ হোসেন, অমিত দাস , বনানী সিনহা , পারভীন সুলতানা, আবেদীন কাদের, সুমা রোজারিও, শামস আলমগীর , মুনমুন , জি, এম , ফারুক খান, আদনান সৈয়দ, মমতাজ বেগম সুমি, মনিজা রহমান, মোহাম্মদ আলম , ফরিদা ইয়াসমিন , ফারজানা ইয়াসমিন প্রমুখ ।
এছাড়াও কবি প্রকাশনীর কল‍্যনে মোহিত হাসানের সম্পাদনায় ও নীরা কাদরীর তত্ত্বাবধানে বিশেষভাবে শহীদ কাদরীর ৫টি নতুন প্রকাশিত বই “ গদ‍্য সংগ্রহ “  , “সাক্ষাৎকার সংগ্রহ “, “ কবিতা সংগ্রহ ” , “ অমৃতের সন্তান “ , ও “ আবর্ত “ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন সাহিত্যিক হাসান ফেরদৌস , নীরা কাদরী  ও পরিচালক মোশাররফ হোসেন । 
আলোচকরা বলেন, “এই বই গুলো শুধু সাহিত্য নয়, এটি মানুষের অনুভূতির প্রতিফলন। প্রত্যেকটা কবিতা , গদ‍্য , সাক্ষাৎকার , ও নিলের অনুবাদ মানুষের জীবনের অন্তর্নিহিত দ্বন্দ্ব এবং আশা-নিরাশার এক জগৎ। পরে আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাহিত্যিকগণ, যারা বইটির সাহিত্যিক গভীরতা এবং সমাজে এর প্রভাব নিয়ে আলোচনা করেন। তাঁরা বলেন, এই বই গুলো নতুন প্রজন্মের জন্য এক নতুন দিশা, যা মানবিকতা, প্রেম এবং সমাজের সঠিক মূল্যবোধকে তুলে ধরে।  সকলের উপস্থিতিতে অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত ও সফলভাবে সম্পন্ন হয় এবং সকল সদস্য ও অতিথিরা এর সফল আয়োজনের জন্য সাহিত্য একাডেমীকে ধন্যবাদ জানান। এছাড়া, আগামীতে অনুষ্ঠিতব্য সাহিত্য কর্মশালা নিয়ে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন আগামী দিনের সাহিত্যচর্চায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert