Logo

আন্তর্জাতিক    >>   সোমালিল্যান্ডকে ইসরায়েলের দেওয়া স্বীকৃতি প্রত্যাখ্যান করলো সৌদি আরব

সোমালিল্যান্ডকে ইসরায়েলের দেওয়া স্বীকৃতি প্রত্যাখ্যান করলো সৌদি আরব

সোমালিল্যান্ডকে ইসরায়েলের দেওয়া স্বীকৃতি প্রত্যাখ্যান করলো সৌদি আরব

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

সৌদি আরব সোমালিল্যান্ডকে ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ইসরায়েলের ঘোষণার তীব্র বিরোধিতা করেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) এক বিবৃতিতে সৌদি আরব সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করার পাশাপাশি ইসরায়েল ও সোমালিল্যান্ডের পারস্পরিক স্বীকৃতির ঘোষণা প্রত্যাখ্যান করেছে।

সৌদি প্রেস এজেন্সির বরাতে প্রকাশিত বিবৃতিতে সৌদি আরব জানায়, সোমালিয়ার ঐক্যের পরিপন্থি এমন কোনো সমান্তরাল সত্তা চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা তারা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। দেশটি আরও জানায়, সোমালিয়ার রাষ্ট্রীয় বৈধ প্রতিষ্ঠানগুলোর প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে।

বিবৃতিতে বলা হয়, সোমালিয়া ও সে দেশের জনগণের স্থিতিশীলতা রক্ষা করতে সৌদি আরব আগ্রহী এবং এ লক্ষ্যে তারা তাদের অবস্থান অব্যাহত রাখবে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ইসরায়েল আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ডকে একটি ‘স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দেয় ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করে। এ ঘোষণার মাধ্যমে ১৯৯১ সালে সোমালিয়া থেকে একতরফাভাবে স্বাধীনতা ঘোষণাকারী এই অঞ্চলটি প্রথমবারের মতো কোনো দেশের কাছ থেকে আনুষ্ঠানিক স্বীকৃতি পেলো বলে জানানো হয়। সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট এ সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে অভিহিত করেন।

উল্লেখ্য, সোমালিল্যান্ড ১৯৯১ সালে সোমালিয়া থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করার পর দীর্ঘ কয়েক দশক ধরে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য প্রচেষ্টা চালিয়ে আসছে। আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনকে অগ্রাধিকার হিসেবে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট আবদিরাহমান মোহাম্মদ আবদুল্লাহি গত বছর দায়িত্ব গ্রহণের পর থেকে এ বিষয়ে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। সূত্র: আরব নিউজ,জাগোনিউজ