ব্রঙ্কসে নিউইয়র্ক সেমিনার গ্রুপের অনুষ্ঠানে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট–৮৭ প্রার্থী জাকির চৌধুরী সমর্থনে কমিউনিটির উপস্থিতি
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কের ব্রঙ্কসের পার্কচেস্টারে নিউইয়র্ক সেমিনার গ্রুপ আয়োজিত এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে গত ৭ ডিসেম্বর ২০২৫, রবিবার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিপিএ জাকির চৌধুরী, যিনি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট–৮৭ (পার্কচেস্টার, ক্যাসল হিল ও ওয়েস্ট ফার্মস) এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তার বক্তব্যে সিপিএ জাকির চৌধুরী ব্রঙ্কস কমিউনিটির সার্বিক উন্নয়ন, শিক্ষার সুযোগ বৃদ্ধি, ছোট ব্যবসার অগ্রগতি, এবং নিরাপদ ও সমৃদ্ধ আবাসিক পরিবেশ নিশ্চিত করার পরিকল্পনা তুলে ধরেন। তার চিন্তাভাবনা ও পরিকল্পনা উপস্থিত শ্রোতাদের অনুপ্রাণিত করে এবং অনেকেই তার প্রার্থীতার প্রতি সমর্থন জানান।
অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ এম. মুজুমদার (মাস্টার অব ল’), মর্টগেজ ব্রোকার ফাহিম চৌধুরী, রিয়েলটর ইমাম মাসান এবং রিয়েলটর মনোজ সরকার প্রমুখ। তারা বলেন, জাকির চৌধুরীের মতো অভিজ্ঞ, সৎ ও যোগ্য নেতৃত্ব ব্রঙ্কসের মানুষের স্বার্থ রক্ষায় এবং উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিপিএ জাকির চৌধুরীের সফলতা এবং ভবিষ্যৎ জনসেবামূলক যাত্রার জন্য সর্বোচ্চ শুভকামনা জানানো হয়। ব্রঙ্কস কমিউনিটির ঐক্য, আন্তরিকতা ও অগ্রগতির প্রত্যাশায় আয়োজিত এ অনুষ্ঠান উপস্থিতদের কাছে তাৎপর্যপূর্ণ সমাবেশ হিসেবে গভীর ছাপ রেখে যায়।

















