Logo

আন্তর্জাতিক    >>   লন্ডনে নন্দন আর্টসের আয়োজনে ঐতিহাসিক ‘লন্ডন গজল নাইট ২০২৫’ অনুষ্ঠিত

লন্ডনে নন্দন আর্টসের আয়োজনে ঐতিহাসিক ‘লন্ডন গজল নাইট ২০২৫’ অনুষ্ঠিত

লন্ডনে নন্দন আর্টসের আয়োজনে ঐতিহাসিক ‘লন্ডন গজল নাইট ২০২৫’ অনুষ্ঠিত

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
লন্ডনের মে ফেয়ার ভেন্যুতে এক অনন্য সাংস্কৃতিক আবহে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত সংগীত উৎসব ‘লন্ডন গজল নাইট ২০২৫’। গত ২১ সেপ্টেম্বর নন্দন আর্টসের আয়োজনে অনুষ্ঠিত এ ঐতিহাসিক আয়োজন মাতিয়ে তুলেছিলেন উপমহাদেশের কিংবদন্তি গজল, নজরুলগীতি ও আধ্যাত্মিক সংগীত শিল্পী Anup Jalota। তাঁর অনুপম কণ্ঠে একের পর এক জনপ্রিয় ও হৃদয়স্পর্শী গজল পরিবেশনায় মুগ্ধ হয় হাজারো শ্রোতা-দর্শক।


এই আয়োজনের নেতৃত্ব দেন নন্দন আর্টসের কর্ণধার রাজিব দাস। তাঁর সুপরিকল্পিত ব্যবস্থাপনা, সাংগঠনিক দক্ষতা ও নিবেদিত আন্তরিকতার ফলে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় হলো—লন্ডনের বাঙালি কমিউনিটির উদ্যোগে এটি ছিল অনুপ জালোটা’র প্রথম আনুষ্ঠানিক পরিবেশনা, যা সাংস্কৃতিক অঙ্গনে এক স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।
পুরো ভেন্যু ছিল কানায় কানায় পূর্ণ। লন্ডনের বিভিন্ন প্রান্ত ছাড়াও বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশীয় নানা কমিউনিটির সংগীতপ্রেমীরা ছুটে আসেন এই আয়োজন উপভোগ করতে। উপস্থিত দর্শকদের করতালি, উচ্ছ্বাস ও গানের প্রতি গভীর ভালোবাসা শিল্পী অনুপ জালোটা’কে আবেগাপ্লুত করে তোলে। শ্রোতাদের অনুরোধে তিনি তাঁর জনপ্রিয় কিছু বিখ্যাত গজল পরিবেশন করেন, যা ভেন্যুতে ছড়িয়ে দেয় এক অপার্থিব আবেশ।
অনুষ্ঠান শেষে দর্শকরা অনুপ জালোটা ও আয়োজক সংস্থা Nandon Arts-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, এ ধরনের মানসম্পন্ন সাংস্কৃতিক আয়োজন প্রবাসী বাংলাদেশি ও দক্ষিণ এশীয় কমিউনিটিকে আরও ঐক্যবদ্ধ করবে এবং প্রবাসে সাংস্কৃতিক চর্চাকে সমৃদ্ধ করবে। আয়োজকরা ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন উচ্চমানের আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।