Logo

আন্তর্জাতিক    >>   চিটাগাং এসোসিয়েশন অফ নর্থ আমেরিকার ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ও ঐতিহ্যবাহী চাটগাঁইয়া মেজবান: বৃষ্টি ঝরেও থামেনি চট্টগ্রামবাসীর ঢল — মিলাদ মাহফিল, দোয়া ও মেজবানে মুখরিত ব্রুকলিন

চিটাগাং এসোসিয়েশন অফ নর্থ আমেরিকার ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ও ঐতিহ্যবাহী চাটগাঁইয়া মেজবান: বৃষ্টি ঝরেও থামেনি চট্টগ্রামবাসীর ঢল — মিলাদ মাহফিল, দোয়া ও মেজবানে মুখরিত ব্রুকলিন

চিটাগাং এসোসিয়েশন অফ নর্থ আমেরিকার ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন ও ঐতিহ্যবাহী চাটগাঁইয়া মেজবান: বৃষ্টি ঝরেও থামেনি চট্টগ্রামবাসীর ঢল — মিলাদ মাহফিল, দোয়া ও মেজবানে মুখরিত ব্রুকলিন

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
“মোস্তফা জানে রাহমাত পে লাখো সালাম, শাম-এ বাজমে হিদায়েত পে লাখো সালাম”— এই পবিত্র ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল ব্রুকলিনের পিএস ১৭৯ স্কুলের অডিটোরিয়াম। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে গত শনিবার, ১২ই অক্টোবর ২০২৫ তারিখে আয়োজিত হয় Chittagong Association of North America Inc.-এর এক বিশেষ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান।
সকাল থেকেই বৈরী আবহাওয়া— ঝোড়ো হাওয়া ও বৃষ্টির মধ্যেও নারী-পুরুষ নির্বিশেষে দলে দলে উপস্থিত হন চট্টগ্রামবাসী ও অন্যান্য জেলার মানুষ। অডিটোরিয়ামের ভেতর ছিল উৎসবমুখর পরিবেশ, ধর্মীয় আবেগ ও সামাজিক ঐক্যের উচ্ছ্বাস।


নির্ধারিত সময়ের কিছুটা বিলম্বে শুরু হয় পবিত্র মিলাদ মাহফিল। কানায় কানায় পূর্ণ হলরুমে ধর্মপ্রাণ মুসলমানরা গভীর শ্রদ্ধা ও ভক্তিতে অংশ নেন। প্রধান অতিথি ড. সাইয়ীদ মুফতি মোহাম্মদ আনসারুল করিম আজাহারী পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াতের মাধ্যমে মাহফিল উদ্বোধন করেন এবং বিশ্বনবী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ)-এর জীবন দর্শন তুলে ধরে তা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
পরে বিশ্ব শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম, সাবেক সভাপতি ও ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য কাজী সাখাওয়াত হোসেন আজম, প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ মোহাম্মদ শামসুল আলম চৌধুরী, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব কাজী নয়ন, আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল কাদের মিয়া, মুনির আহমেদ, মোর্শেদ রিজভী চৌধুরী, মোহাম্মদ সেলিম, আবুল কাশেম (চট্টল), মোহাম্মদ নুরুল আনওয়ার, কামাল হোসেন মিঠু প্রমুখ।
এছাড়াও সমিতির বর্তমান ও সাবেক নির্বাচন কমিশনারদের মধ্যে উপস্থিত ছিলেন আবু তালেব চৌধুরী চান্দু, মিজানুর রহমান জাহাঙ্গীর, মোহাম্মদ সেলিম হারুন, সাহাবুদ্দিন সাগর, মোহাম্মদ রুহুল আমিন (হোসেন ভাই), সারওয়ার হোসেন, জয়নাল আবেদীন, ফিরোজ আহমেদ ও হাজী মোহাম্মদ জাফরউল্লাহ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন মিলাদুন্নবী উদযাপন কমিটির আহ্বায়ক হাজী টি আলম এবং সদস্য সচিব শফিকুল আলম।


আয়োজনে কার্যকরী পরিষদের মো: আলী নূর, হাজী মো: টি আলম, ফরিদ আহমেদ চৌধুরী তারেক, মোঃ কলিমউল্ল‍্যাহ, এ আজিজ সোহেল, মোঃ শফিকুল আলম, মোঃ নুরুল আমিন, মোঃ তানিম মহসিন, অজয় প্রসাদ তালুকদার, ইমরুল কায়সার, মো: এনামুল হক চৌধুরী, মোঃ জাবের শফি, মোঃ আকতার হোছাইন, মো : ইসা, মোঃ নাসির চৌধুরী, পল্লব রায় ও মোঃ মহিম উদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ধর্মীয় অনুষ্ঠান শেষে শুরু হয় চাটগাঁইয়া ঐতিহ্যের চিরচেনা আয়োজন— মেজবান। সুস্বাদু গরুর মাংস ও ভাতের এই ভোজে চট্টগ্রামবাসী ছাড়াও নিউইয়র্কের অন্যান্য জেলার বিপুল সংখ্যক প্রবাসী অংশ নেন। মেজবানের টেবিল যেন পরিণত হয় এক মিলনমেলায়— যেখানে ছিল সম্প্রীতি, বন্ধন ও প্রবাসজীবনের আপন স্বাদ।