
কেরালায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ভারতের কেরালায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী এবং দেশটির গণতন্ত্রের অন্যতম পুরোধা রাইলা ওডিঙ্গা। আজ বুধবার (১৫ অক্টোবর) সকালে হাঁটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সকালে হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে জ্ঞান হারান রাইলা ওডিঙ্গা। দ্রুত তাকে কেরালার দেবস্বম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছেন। প্রায় ৩০ মিনিট চেষ্টা চালানোর পরও তার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি। স্থানীয় সময় সকাল ৮টা ৫২ মিনিটে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওডিঙ্গার মৃত্যুর পর কেনিয়াজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গভীর শোক প্রকাশ করে বলেছেন,“রাইলা ওডিঙ্গা ছিলেন আমাদের দেশের গণতন্ত্রের এক সাহসী যোদ্ধা ও জনগণের কণ্ঠস্বর।”
প্রেসিডেন্ট রুটো সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং নাইরোবিতে ওডিঙ্গার বাসভবনে গিয়ে তার স্ত্রী ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। রাইলা ওডিঙ্গা কেনিয়ার রাজনীতিতে একসময় কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন। তিনি বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করেছেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পাঁচবার প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন। যদিও তিনি কখনো নির্বাচনে জয়ী হতে পারেননি, তবুও জনস্বার্থে তাঁর দৃঢ় অবস্থান তাঁকে দেশবাসীর কাছে অমর করে রেখেছে। রাইলা ওডিঙ্গা ছিলেন পশ্চিমা প্রভাবের সমালোচক এবং আফ্রিকার স্বাধীনতা, উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষার এক প্রতীক। সূত্র: বিবিসি