Logo

আন্তর্জাতিক    >>   এক্সক্লুসিভ: নিউইয়র্কের মেয়র পদে বামপন্থী শীর্ষ প্রার্থী যোহরান মামদানীর প্রচারণায় অবৈধ বিদেশি অনুদানের অভিযোগ

এক্সক্লুসিভ: নিউইয়র্কের মেয়র পদে বামপন্থী শীর্ষ প্রার্থী যোহরান মামদানীর প্রচারণায় অবৈধ বিদেশি অনুদানের অভিযোগ

এক্সক্লুসিভ: নিউইয়র্কের মেয়র পদে বামপন্থী শীর্ষ প্রার্থী যোহরান মামদানীর প্রচারণায় অবৈধ বিদেশি অনুদানের অভিযোগ

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্ক সিটি মেয়র পদে বামপন্থী শীর্ষ প্রার্থী Zohran Mamdani-এর নির্বাচনী প্রচারণা অর্থায়নে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের নির্বাচনী আইন ভঙ্গ করে তাঁর প্রচারণা টিম গোপনে বিদেশ থেকে প্রায় ১৩ হাজার ডলারের অনুদান গ্রহণ করেছে—এমন তথ্য ফাঁস হয়েছে।
তদন্তে জানা গেছে, এই অর্থের একটি অংশ এসেছে দুবাই থেকে, যার মধ্যে তাঁর শ্বাশুড়ির অনুদানও রয়েছে। মার্কিন নির্বাচনী আইনে বিদেশি নাগরিকদের কাছ থেকে কোনো ধরনের নির্বাচনী অনুদান গ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ।
নির্বাচনী বিশেষজ্ঞরা বলছেন, এই অভিযোগ প্রমাণিত হলে মামদানীর প্রচারণা টিমের বিরুদ্ধে গুরুতর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে, যা তাঁর প্রার্থিতা ও নির্বাচনী অবস্থানকে বড় ধাক্কায় ফেলতে পারে। 
মামদানীর প্রচারণা টিম এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। সূত্র: নিউইয়র্ক পোস্ট