Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের আয়োজনে ও গ্যালাক্সি মিডিয়ার পরিবেশনায় অনুপম রায়ের জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা: প্রবাসী বাঙালিদের জন্য সুর ও তারার এক অনন্য উৎসব

নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের আয়োজনে ও গ্যালাক্সি মিডিয়ার পরিবেশনায় অনুপম রায়ের জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা: প্রবাসী বাঙালিদের জন্য সুর ও তারার এক অনন্য উৎসব

নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের আয়োজনে ও গ্যালাক্সি মিডিয়ার পরিবেশনায় অনুপম রায়ের জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা: প্রবাসী বাঙালিদের জন্য সুর ও তারার এক অনন্য উৎসব

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কের প্রবাসী বাঙালি কমিউনিটির জন্য আনন্দ, সুর ও ঐক্যের এক জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হলো গত ১২ অক্টোবর ২০২৫, রবিবার। প্রবাসী সিনিয়র নাগরিকদের সামাজিক সম্প্রীতি ও মানসিক বিনোদনের উদ্দেশ্যে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় লং আইল্যান্ড সিটির সুপরিচিত Laguardia performing Arts center - এ। আয়োজনে ছিল Golden Age home care , পরিবেশনায় Galaxy media এবং পাওয়ারড বাই New York Senior Adult Day care .

অনুষ্ঠানটি শুরু হয় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে, আর শেষ পর্যন্ত দর্শকদের উচ্ছ্বাসে মুখর ছিল রাত ১২টা পর্যন্ত। জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী নওশীন মৌ-এর প্রাণবন্ত উপস্থাপনায় পুরো সন্ধ্যাটি হয়ে ওঠে প্রাণচঞ্চল। শুভেচ্ছা বক্তব্যে গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও ও সম্পাদক শাহনেওয়াজ, এবং গ্যালাক্সি মিডিয়ার সিইও মোঃ বদরুদ্দুজা সাগর অনুষ্ঠানের উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরেন। তারা জানান, “এই আয়োজন প্রবাসী সিনিয়র নাগরিকদের জন্য শুধু আনন্দের নয়, বরং এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রজন্মের সংযোগের এক অনন্য মঞ্চ।”


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসব.কম-এর সিইও রায়হান জামান, বিশিষ্ট রিয়েলেটর নুরুল আজিম, সংগীতশিল্পী রানু আমিনা নেওয়াজ, সংগীতশিল্পী রিজিয়া পারভীন ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটির নেতা ফাহাদ সোলায়মান, New York state Assembly এর জেলা ৩৬-এর প্রার্থী মেরী জোবাইদা, গীতিকার মাহফুজ রহমান, ডিবিসি টিভির সাংবাদিক কানু দত্ত, মীম টিভির সম্পাদক সুজন আহমেদ, প্রজ্ঞা পত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা, নির্বাহী সম্পাদক মুনমুন সাহা প্রমুখ।


কিন্তু , আসরের আসল রূপ পায় যখন মঞ্চে আসেন ভারত উপমহাদেশের অন‍্যতম আধুনিক বাংলা গানের জনপ্রিয় তারকা  অনুপম রায় নিজের জনপ্রিয় সব গানের পরিবেশনে তিনি মুগ্ধ করে তোলেন উপস্থিত শত শত দর্শককে। ‘আমাকে আমার মত থাকতে দাও’ গানটির সময় পুরো হল যেন একসাথে গেয়ে ওঠে—শিল্পীর সাথে কণ্ঠ মেলায় শ্রোতারা, সৃষ্টি হয় এক অপূর্ব সুরের মেলবন্ধন। মুহূর্তটি যেন একটি আবেগঘন মিলনমেলায় রূপ নেয়, যেখানে শিল্পী ও দর্শক এক সুতোয় বাঁধা পড়ে যান সঙ্গীতের জাদুতে।
শুধু শ্রোতাদের মন জয় নয়, এই অনুষ্ঠানটি ছিল প্রবাসী কমিউনিটির ঐক্য ও আনন্দের এক দৃষ্টান্ত। সুশৃঙ্খল আয়োজন, সজীব মঞ্চসজ্জা, সাউন্ড ও লাইটিংয়ের সমন্বয়ে প্রতিটি মুহূর্তে প্রকাশ পেয়েছে আয়োজকদের আন্তরিকতা ও পেশাদারিত্ব। সুর ও সংস্কৃতির এই সন্ধ্যা শুধু একটি কনসার্ট নয়, এটি ছিল এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ঐতিহ্যের সেতুবন্ধন।


আয়োজকরা জানিয়েছেন, নিউইয়র্কে বসবাসরত প্রবাসী সিনিয়র নাগরিকদের জন্য ভবিষ্যতেও এমন সৃজনশীল ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে। সঙ্গীত, মিলন আর আবেগে ভরা এই রাতটি প্রবাসী বাঙালিদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে আয়োজক, গোল্ডেন এইজ হোম কেয়ারের সিইও ও সম্পাদক শাহনেওয়াজ, এবং গ্যালাক্সি মিডিয়ার সিইও মোঃ বদরুদ্দুজা সাগর ,  বিশিষ্ট রিয়েলেটর নুরুল আজিম, সংগীত শিল্পী অনুপম রায়কে সম্মাননা ক্রেস্ট দিয়ে সম্মানিত করা করার পর অতিথি ও দর্শকরা শিল্পীর সাথে ছবি তুলে স্মৃতি ধরে রাখেন এবং অনেকেই এ রাতটিকে “এক অবিস্মরণীয় প্রবাসী সন্ধ্যা” বলে মন্তব্য করেন।

ইউটিউবে ভিডিও দেখুন (পার্ট ১) :

 
ইউটিউবে ভিডিও দেখুন (পার্ট-২) :

ফেইসবুকে ভিডিও দেখুন:-