
জ্যাকসন হাইটসে কক্ষপথ-৭১ এর প্রতিবাদ সভা অনুষ্ঠিত
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চেতনায় উজ্জীবিত সংগঠন কক্ষপথ-৭১ এর উদ্যোগে ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শেখ আখতার উল ইসলাম এবং পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিয়া জাকির।
কক্ষপথ-৭১ এর মূল দাবি হিসেবে উপস্থাপন করা হয় একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা, ১৯৭২ সালের সংবিধানের সুরক্ষা, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা, আইনের শাসন ও মানবাধিকার রক্ষা এবং সংবিধানের মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার পুনঃপ্রতিষ্ঠা। পাশাপাশি, সারা দেশে সংখ্যালঘু নির্যাতন, হত্যাযজ্ঞ ও অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
সভা শুরু হয় পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে। কোরআন থেকে তেলাওয়াত করেন অ্যাডভোকেট কারী আশিক উদ্দিন খাঁন, গীতা থেকে পাঠ করেন অ্যাডভোকেট শ্রী জয়জিত আচার্য্য, বাইবেল থেকে পাঠ করেন জেনস খ্রিস্টফার এবং ত্রিপিটক থেকে পাঠ করেন সুকৃতি বড়ুয়া।
কক্ষপথ-৭১ এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মিয়া জাকির। প্রতিবাদ সভায় মুক্তিযোদ্ধা, আইনজীবী, সাংবাদিক, কবি-সাহিত্যিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ প্রবাসী কমিউনিটির নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইসমাইল আনসারী, গোলাম মিরাজ হোসেন, ফারুক হোসেন, শওকত আকবর রিচি, রাজনৈতিক নেতা ড. প্রদীপ রঞ্জন কর, নূর ফাতেমা, প্রগ্রেসিভ ফোরাম-৭১ এর সহ-সভাপতি জাকির হোসেন বাচ্চু,অ্যাডভোকেট মনির হোসেন, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, লুৎফুর নাহার লতা, মিতুন আহমেদ, সাজ্জাদ হোসেন সবুজ, মিনহাজ আহমেদ, মিনহাজ আনসারী, আলী আহসান কিবরিয়া (অনু), খান শওকত, অ্যাডভোকেট আব্দুল সত্তার, অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, অ্যাডভোকেট শাহ মো. বখতিয়ার আলী, মোর্শেদা জামান, অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ, অ্যাডভোকেট শ্রী জয়জিত আচার্য্য, অ্যাডভোকেট সাইদুর রহমান, অ্যাডভোকেট তাজুল ইসলাম, জয়তুর্য চৌধুরী, ঝর্ণা চৌধুরী প্রমুখ।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সায়েইদ মঈন উদ্দিন জুনেল, খলিলুর রহমান, মনির হোসেন, মিজান আহমেদ, সাব্বির হোসেন বাপ্পি, খ্রিস্টফার অধিকারী, পলি অধিকারী, মো. শহিদুল ইসলাম, আব্দুল সাদেক, রেশমা ইয়াসমিন, অ্যাডভোকেট রুবিনা মান্নান, অ্যাডভোকেট সোনিয়া সুলতানা, নূর কানিজ ফাতেমা, অ্যাডভোকেট আরিকুর রহমান, মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান, মোশারফ হোসেন, ড. সেলিনা আফরিন রীতা, মো. হানিফ মৃধা, অ্যাডভোকেট এম.এম. জাহিদ আনোয়ার, এম. এ. কাশেম, রীনা আবেদীন, সৈয়দ এস. আলী, আল আমিন বাবু, মোজাফর আহমেদ, ইয়াসমিন রাশিদ, নিজাম আহমেদ, শেফালী রওশন, উর্বি সাবিনা, ফাতেহ লোহনী, কাজল আহমেদ, গীতালী হাওলাদার, জালাল উদ্দিন, হাসান আহমেদ, অ্যাডভোকেট রেদোয়ারা রাজ্জাক, সেতু সৈয়দ মোজাম্মেল আলী, নজরুল ইসলামসহ আরও অনেকে।
সমাপনী বক্তব্যে আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শেখ আখতার উল ইসলাম ১৯৭২ সালের সংবিধানের গুরুত্ব তুলে ধরেন এবং উপস্থিত সবার কাছে সংবিধানের কপি প্রদর্শন করেন। তিনি কক্ষপথ-৭১ কে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।
সভা শেষে সমবেত কণ্ঠে পরিবেশিত হয় বাংলাদেশের জাতীয় সংগীত।
বার্তা প্রেরক :
অ্যাডভোকেট শ্রী জয়জিত আচার্য্য
সদস্য সচিব, কক্ষপথ-৭১ ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।