Logo

আন্তর্জাতিক    >>   নিউইয়র্কে শেখ হাসিনা মঞ্চের আয়োজনে শোকাবহ আগস্ট স্মরণে আলোচনা সভা

নিউইয়র্কে শেখ হাসিনা মঞ্চের আয়োজনে শোকাবহ আগস্ট স্মরণে আলোচনা সভা

নিউইয়র্কে শেখ হাসিনা মঞ্চের আয়োজনে শোকাবহ আগস্ট স্মরণে আলোচনা সভা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গত ৭ সেপ্টেম্বর ২০২৫, রবিবার সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে শেখ হাসিনা মঞ্চ, যুক্তরাষ্ট্র সংগঠনের উদ্যোগে শোকাবহ আগস্টকে ঘিরে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস এবং ৫ আগস্ট গণহত্যা ও ষড়যন্ত্র দিবসকে স্মরণ করে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।


আলোচনা সভার আহ্বায়ক জালাল উদ্দিন জলিলের সভাপতিত্বে ও প্রকৌ. মোহাম্মদ আলী সিদ্দিকী,সদস্য সচিব কায়কোবাদ খাঁন ,এড. শাহ মো: বখতিয়ার আলী ও এম এ করিম জাহাঙ্গীর প্রধানের উপস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত হয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর বক্তব‍্য রাখেন ।


এছাড়া অন‍্যান‍্য অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব‍্য রাখেন ও উপস্হিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী, বীর মুক্তিযোদ্ধা ড. মহসিন আলী, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন প্রমুখ। 
এছাড়াও আলোচনায় অংশ নেন ও বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, মোরশেদ আলম, ড. দীলিপ নাথ, দস্তগীর জাহাঙ্গীর, এম এ সালাম, হেলালুল করিম, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, সৈয়দ মোহাম্মদ উল্লাহ, ড. মাসুদুল হাসান, আব্দুল কাদের, মুজিবুর রহমান মিয়া, শাহীন আজমল, আক্তার হোসেন, রফিকুর রহমান, এমদাদ চৌধুরী, কবি ফকির ইলিয়াস, ক্যাপ্টেন আবু বকর সিদ্দিক, অধ্যাপক হোসনে আরা কোম, রমেশ চন্দ্র নাথ, শিতাংশু গুহ, সউদ চৌধুরী ও বেলাল বেগ প্রমুখ।
অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক ছিলেন হীরু ভূঁইয়া, গোলাম কুদ্দুস, উলফৎ আলী মোল্লা, খসরুল আলম, আবুল কাশেম ভূঁইয়া, শামসুল আলম ও মোহাম্মদ টি মোল্লা। প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন কোহিনুর আক্তার, আতাউর রহমান তালুকদার, নূরে আজম বাবু, মঞ্জুর চৌধুরী ও আসাফ মাসুক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রুমানা আক্তার, খন্দকার জাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, সাইদ আলী (ফজলু), লস্কর মইজুর রহমান জুয়েল, আবু বকর সিদ্দিক (তুষার), শেখ ফারুক আহমেদসহ অন্যরা।
যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার মিজানুল হাসান, হেলাল মাহমুদ, দেলোয়ার হোসেন মোল্লা, গোলাম কিবরিয়া বাচ্চু ও মো: মনজুর হাসান বিপ্লব।


সবশেষে সভার সভাপতি জালাল উদ্দিন জলিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে পুনর্গঠনের অঙ্গীকার ব্যক্ত করে বলেন— “মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সবসময় আপনার পাশে আছি। দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমি ব্যক্তিগতভাবে ৩০ লাখ টাকা অনুদান প্রদান করব।” এ সময় অনলাইনে উপস্থিত থেকে বক্তব্য শোনেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
প্রবাসে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী নেতা-কর্মী ও সমর্থকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই সভা প্রবাসী বাঙালি অঙ্গনে গভীর তাৎপর্য সৃষ্টি করেছে।

ফটো গ্যালারি দেখুন:-  

ভিডিও দেখুন:-