রাষ্ট্রপতির ফিলিপাইনের প্রতি রিজার্ভ ফেরত আনার আহ্বান
- By Jamini Roy --
- 31 December, 2024
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশ ব্যাংকের চুরি হওয়া রিজার্ভের বাকি অর্থ ফেরত আনতে ফিলিপাইনের সহযোগিতা কামনা করেছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বঙ্গভবনে নবনিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট তার পরিচয়পত্র পেশ করলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
তিনি জানান, চুরি হওয়া ৮১ মিলিয়ন ডলারের মধ্যে ১৫ মিলিয়ন ডলার ইতোমধ্যে উদ্ধার হয়েছে। এ বিষয়ে ফিলিপাইনের সহায়তার প্রশংসা করেন এবং অবশিষ্ট অর্থ দ্রুত ফেরত আনতে সহযোগিতা অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি ফিলিপাইনের সাথে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনার কথা উল্লেখ করেন। এছাড়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে এবং বাংলাদেশকে ‘আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার’ নির্বাচনে ফিলিপাইনের সমর্থন চান।
রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতির সাথে সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।