ডোনাল্ড ট্রাম্পের সুপ্রিম কোর্টে টিকটক নিষেধাজ্ঞা স্থগিত রাখার আবেদন
- By Jamini Roy --
- 28 December, 2024
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সুপ্রিম কোর্টে টিকটক নিষিদ্ধ করার ব্যাপারে আইন স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন। ২৭ ডিসেম্বর প্রকাশিত খবর অনুযায়ী, টিকটক মালিক চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্স মার্কিন সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আদালতে করা আপিলে পরাজিত হয়েছে। ফলে, ১৯ জানুয়ারী থেকে যুক্তরাষ্ট্রে কার্যকর হবে টিকটকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা।
তবে, এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবেদন করেছে টিকটক কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের আদালত নির্দেশ দিয়েছে যে, বাইটড্যান্সের মালিকানাধীন টিকটককে ১৯ জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রে কোনো মার্কিন কোম্পানির কাছে বিক্রি করতে হবে, অন্যথায় অ্যাপটি বন্ধ করে দেওয়া হবে।
এই আইনটি স্থগিত রাখার জন্য ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছেন। ট্রাম্পের যুক্তি হলো, তিনি ২০ জানুয়ারি হোয়াইট হাউজে দায়িত্ব গ্রহণ করবেন এবং তার পরবর্তী সময়ে এই বিষয়ে একটি 'রাজনৈতিক সমাধানে' পৌঁছানো উচিত। তার মতে, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে সময় দেওয়া হলে একটি সমাধান সম্ভব হবে।
ট্রাম্পের অনুরোধের পর ১০ জানুয়ারি, সুপ্রিম কোর্টে এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নিষেধাজ্ঞা সংক্রান্ত আইনটি গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের কংগ্রেস দ্বারা পাস হয়, যা নির্দিষ্ট সময়ের মধ্যে টিকটক বিক্রি বা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালতও একই আদেশ দিয়েছে।
গত ১১ মার্চ, ট্রাম্প জানিয়েছিলেন, টিকটক জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তবে তিনি সতর্ক করেছেন যে, যদি এই অ্যাপটি নিষিদ্ধ করা হয়, তবে এতে ছোটদের ক্ষতি হতে পারে এবং এটির ফলে ফেসবুকের মতো মেটার মালিকানাধীন অ্যাপের অবস্থান আরও শক্তিশালী হয়ে উঠবে।
বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ টিকটক, যা চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের তৈরি। পশ্চিমা দেশগুলোতেও এটি সমান জনপ্রিয় হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রে টিকটকের ১৭ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে, এবং এটি সেখানে সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপগুলোর মধ্যে অন্যতম।
এদিকে, ট্রাম্পের আবেদন এবং আইনের স্থগিতাদেশ নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হবে, যা শুধু টিকটকের ভবিষ্যৎই নয়, দেশটির প্রযুক্তি আইন এবং জাতীয় নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলোও প্রভাবিত করতে পারে।