সচিবালয়ে সাংবাদিক প্রবেশ পাস সাময়িক বাতিল
- By Jamini Roy --
- 28 December, 2024
সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ পাস সাময়িকভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।
উপ-প্রেস সচিব তার পোস্টে লিখেছেন, "কিছু লোক সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেয়, কিন্তু সামান্যতম কঠোরতা দেখালেই বিরূপ প্রতিক্রিয়া জানায়। সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকারের সাময়িক সীমাবদ্ধতা নিয়েও একই রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তবে এটি খুবই অল্প সময়ের জন্য কার্যকর থাকবে।"
তিনি আরও জানান, এই সিদ্ধান্তের ফলে শুধুমাত্র সচিবালয়ের ক্ষেত্রে অ্যাক্রেডিটেশন কার্ডের ব্যবহার সীমিত করা হয়েছে। সাংবাদিকদের জন্য প্রয়োজনে অস্থায়ী পাস ইস্যু করা হবে।
মোহাম্মদ আবুল কালাম আজাদ আরও লিখেন, "বাংলাদেশ সচিবালয়কে দালালদের হাটবাজারে পরিণত করা হয়েছিল। সরকারের এই পদক্ষেপের ফলে দালাল ছাড়া কারো উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। সাময়িক অসুবিধা হলেও এই উদ্যোগ চূড়ান্তভাবে সবাইকে সহযোগিতা করবে। এজন্য সবার সহযোগিতা কাম্য।"
তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক অগ্নিকাণ্ডে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষতি হয়েছে, যা স্বীকার করতে কোনো দ্বিধা থাকা উচিত নয়। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।
উপ-প্রেস সচিব জানিয়েছেন, "স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, এবং সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞদের সমন্বয়ে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এমন স্বচ্ছ তদন্তের নজির বিরল। এটি সরকারের স্বচ্ছতায় বিশ্বাসেরই প্রতিফলন।"
তিনি আরও যোগ করেন, "কিছু মানুষ সাংবাদিকদের দূরে রেখে তদন্ত পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করছেন। এটি একটি ভুল ধারণা। আমাদের বিশ্বাস, সাংবাদিকরা বিষয়টি বুঝবেন এবং চলমান পরিস্থিতিতে সরকারকে সহযোগিতা করবেন।"
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বরত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, "সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য ইস্যুকৃত স্থায়ী পাস ছাড়া বেসরকারি ব্যক্তিদের সব ধরনের অস্থায়ী পাস বাতিল করা হয়েছে। সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডও এই সময়ের জন্য সীমিত করা হয়েছে।"
সরকার শিগগিরই নতুন প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড ইস্যু করবে বলে জানিয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর কাছে আবেদন আহ্বান করা হবে। এর আগে বিদ্যমান কার্ডগুলো পর্যালোচনা করা হবে।
সচিবালয়ে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে এই সাময়িক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সরকার জানিয়েছে, এটি সাময়িক এবং সাংবাদিকদের জন্য বিকল্প পাস ব্যবস্থাও চালু রাখা হবে। স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।