ফারুক: সচিবালয়ে আগুনের কারণ জানাতে ব্যর্থ সরকার
- By Jamini Roy --
- 28 December, 2024
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, তিন দিন পেরিয়ে গেলেও সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। তিনি সরকারের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন এবং অবিলম্বে আগুনের ঘটনার জন্য অভিযুক্তদের নাম প্রকাশের দাবি করেছেন। শনিবার (২৮ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদের গ্রেফতারের দাবিতে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফারুক বলেন, “তিন দিন হয়ে গেল, কিন্তু সরকার এখনো সচিবালয়ে আগুনের ঘটনার কারণ সম্পর্কে কিছু জানায়নি। এই ব্যাপারে সরকারের ব্যাখ্যা প্রয়োজন। এ ছাড়া, যারা এই ঘটনার জন্য দায়ী তাদের নামও প্রকাশ করা উচিত।” তিনি আরও বলেন, “আমরা আশঙ্কা করছি, সচিবালয়ে স্বৈরাচারের দোসররা যদি না সরানো হয়, তবে শুধু আগুন নয়, ষড়যন্ত্রকারীরা আরও অনেক খেলা খেলতে পারে। তারা সরকারকে ব্যর্থ করার জন্য বিভিন্ন পন্থায় কাজ করছে।”
জয়নুল আবদিন ফারুক আরও বলেন, “রাষ্ট্রের কিছু লোক এখনও শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনার ষড়যন্ত্রে লিপ্ত। তারা জনগণের রক্তে বেইমানি করতে চাইছে। তবে মুগ্ধ- ওয়াসিমদের রক্তের সাথে কোনো বেইমানি করা যাবে না। তারা জাতিকে ঐক্যবদ্ধ রাখতে চাইলে সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।”
ফারুক সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সে সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন এবং জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “যদি সরকার জনগণের দাবি মেনে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে, তাহলে ষড়যন্ত্রকারীরা আরও ক্ষতি করতে পারে। সরকারকে অবিলম্বে জনগণের মতামত গ্রহণ করে এই সংকট সমাধান করতে হবে।”
এসময় তৃণমূল নাগরিক আন্দোলন এবং বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।