Logo

আন্তর্জাতিক    >>   দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু সংসদে অভিশংসিত

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু সংসদে অভিশংসিত

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু সংসদে অভিশংসিত

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু সংসদে আইনপ্রণেতাদের ভোটে অভিশংসিত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) এই ঘটনার পরবর্তী সপ্তাহে দেশটির রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। রিপোর্ট অনুযায়ী, মোট ১৯২ জন আইনপ্রণেতা হান ডাক-সুর অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন। তবে, অভিশংসনের প্রস্তাব সফল করার জন্য ১৫১টির বেশি ভোটের প্রয়োজন ছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সংবিধান অনুযায়ী, হান ডাক-সুর অভিশংসনের পর দেশের অর্থমন্ত্রী চোই সাং-মোক পরবর্তী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

হান ডাক-সুর অভিশংসনের আগে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওলও সংসদে অভিশংসিত হয়েছিলেন। ৩ ডিসেম্বর, ইউন সুক-ইওল দেশে আকস্মিক সামরিক আইন জারি করার প্রচেষ্টা চালান। তিনি ঘোষণা দেন, 'রাষ্ট্রবিরোধী শক্তিকে' সমূলে উৎপাটন করার জন্য। এই ঘোষণার পর দেশব্যাপী ব্যাপক প্রতিবাদ শুরু হয়, যার ফলে ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির নেতা ইউন পিছু হটেন।

গত ১৪ ডিসেম্বর, দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে ইউন সুক-ইওলকে অভিশংসনের লক্ষ্যে দ্বিতীয়বারের মতো অনাস্থা ভোট আয়োজন করা হয়। এতে ২০৪ জন আইনপ্রণেতা ভোট দেন প্রস্তাবের পক্ষে, যেখানে অভিশংসনের জন্য ২০০ ভোট প্রয়োজন ছিল। অপরদিকে, ৮৫ জন বিপক্ষে ভোট দেন, ৩ জন ভোট দানে বিরত থাকেন এবং ৪টি ভোট বাতিল হয়। এর আগে, ৭ ডিসেম্বর অভিশংসনের জন্য প্রথম ভোট আয়োজন করা হয়, কিন্তু ক্ষমতাসীন দলের এমপিরা বয়কট করার ফলে প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

এদিকে, জাতীয় পরিষদের স্পিকার উ ওন-শিক জানান, ওই দিন ১৯৫ ভোট পড়েছিল, তবে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা হয়নি।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert