২০২৫ সালে রাশিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং
- By Jamini Roy --
- 27 December, 2024
২০২৫ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়া সফর করবেন, এমন তথ্য নিশ্চিত করেছেন মস্কোর রাষ্ট্রদূত ইগর মরগুলভ। শুক্রবার সকালে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম রিয়া নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, "বর্তমানে যথাযথ পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে এবং এটি কোনো গোপন বিষয় নয় যে, চীনের প্রেসিডেন্ট আগামী বছর রাশিয়া সফর করবেন।"
এ সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের অনুরোধে সফর নিয়ে কোনও মন্তব্য করেনি। তবে রাশিয়ার রাষ্ট্রদূত মরগুলভের বক্তব্যে এটি স্পষ্ট যে, শি জিনপিংয়ের এই সফর একটি গুরুত্বপূর্ণ পর্যায় এবং দু'দেশের মধ্যে সম্পর্কের নতুন দিক উন্মোচন করবে।
প্রসঙ্গত, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফর করেছিলেন এবং এসময় চীন এবং রাশিয়া তাদের সম্পর্ককে আরও দৃঢ় করার জন্য যৌথ অংশীদারিত্ব ঘোষণা করেছিলেন। তবে, এর কয়েকদিন পরেই তিনি ইউক্রেনে হাজার হাজার সেনা পাঠান, যা আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করে। পুতিনের পরবর্তী সফর চীনে ছিল গত মে মাসে, যখন তিনি পুনঃনির্বাচিত হওয়ার পর নতুন সম্পর্কের ঘোষণা দেন, যা মার্কিন নীতির বিরোধিতা এবং আঞ্চলিক শক্তির প্রভাব বিস্তারের উপর গুরুত্বারোপ করে।
২০২৩ সালে, শি জিনপিং তার তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর ক্রেমলিনে ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে তাকে "প্রিয় বন্ধু" হিসেবে অভ্যর্থনা জানানো হয়।
মস্কোর রাষ্ট্রদূত মরগুলভ রিয়া নিউজকে জানান, চীন ইউক্রেন-রাশিয়া সংঘাতের নিন্দা করা থেকে বিরত রয়েছে। তারা এ সংঘাতের ভিত্তি বোঝে, কারণ তারা একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বিশেষ করে, যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ওপর চাপ বাড়াচ্ছে। মরগুলভ মন্তব্য করেন, "ন্যাটো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার সামরিক পরিকাঠামো স্থানান্তরের পরিকল্পনা করছে।"
তিনি আরও বলেন, রাশিয়া এবং চীন যৌথভাবে মার্কিন নীতির প্রতিক্রিয়া জানাতে সক্ষম হবে, যা দুটি দেশের ভবিষ্যত সম্পর্কের পেক্ষাপট তৈরি করবে।