Logo

রাজনীতি    >>   নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়বে: মির্জা ফখরুল

নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়বে: মির্জা ফখরুল

নির্বাচন যত দেরি হবে সমস্যা তত বাড়বে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারী দফতরগুলোতে ফ্যাসিবাদীরা রয়ে গেছে এবং নির্বাচন যত দেরি হবে, দেশের সমস্যা তত বাড়বে। তিনি শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক এক সংলাপে বক্তৃতা দিতে গিয়ে এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, গত ১৬ বছরে আওয়ামী লীগ বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে, সাত শতাধিক নেতাকর্মীকে গুম করেছে এবং ২০ হাজার মানুষকে হত্যা করেছে। এই পরিস্থিতি চলতে থাকলে, আগামী নির্বাচনে দেশের জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে।

বিএনপির মহাসচিব জানান, দলটি নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার চায়। তিনি বলেন, ‘বিএনপি ইতোমধ্যেই রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নির্বাচন সংশ্লিষ্ট প্রস্তাবনা দিয়েছে। আমাদের কাছে নির্বাচন হল গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান মাধ্যম।’ তিনি আরও বলেন, ‘সংস্কার কমিশন যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসত, তবে সংস্কারের কাজ অনেক দ্রুত এগিয়ে যেত।’

ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, সংস্কার কমিশনগুলোর সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা হলে সংস্কারের জন্য আরও কার্যকর পদক্ষেপ নেয়া যেত।

একাত্তরের ঘটনা স্মরণ করে ফখরুল বলেন, ‘একাত্তরকে ভুলে গেলে চলবে না, সেটা স্মরণ করেই আমাদের সকল গণতান্ত্রিক লড়াইকে মনে রাখতে হবে।’





P.S 220 Winter concert

P.S 220 Winter concert