Logo

আন্তর্জাতিক    >>   টাইমস স্কয়ারে শ্রী চিন্ময় কৃষ্ণ প্রভূর গ্রেফতারের প্রতিবাদে ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএর প্রতিবাদ সভা

টাইমস স্কয়ারে শ্রী চিন্ময় কৃষ্ণ প্রভূর গ্রেফতারের প্রতিবাদে ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএর প্রতিবাদ সভা

টাইমস স্কয়ারে শ্রী চিন্ময় কৃষ্ণ প্রভূর গ্রেফতারের প্রতিবাদে ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএর প্রতিবাদ সভা

২০২৪ সালের ৩০ নভেম্বর, রবিবার বিকেল ৩টায় টাইমস স্কয়ারে ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএর উদ্যোগে শ্রী চিন্ময় কৃষ্ণ প্রভূর গ্রেফতারের প্রতিবাদে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ভজন সরকার এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রামদাস ঘরামী।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান ডা. প্রভাত দাস, ড. দিলীপ নাথ, রিপাবলিকান নেতা বিদ্যুৎ সরকার, ভবতোষ মিত্র, জয়দেব গাইন, উত্তম কুমার সাহা, এবং বাঙালি ক্লাবের ফাউন্ডার সভাপতি দিনেশ মজুমদার। এছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব প্রদীপ মালাকার, শ্যামল দত্ত, নিতাই দেবনাথ, মনোজ সরকার, তাপস সাহা, কুমার বনিক, পরেশ ধর, পল্লব সরকার, প্রদীপ কুণ্ড, নিতাই পাল, বিপ্লব রায়, রমেশ নাথ, শিউলী দেব, সুজিত সাহা, পার্থ তালুকদার, মানিক দেবনাথ, অসীম দাশ, পরম সুন্দর গোবিন্দ দাস, সুকান্ত, দেবাশিস নাথ, হৃদয় চন্দ্র বর্মন, সুমন সূত্রধর এবং পবিত্র বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

প্রতিবাদ সভায় শ্রী চিন্ময় কৃষ্ণ প্রভূর মুক্তি এবং তার প্রতি আইনগত বিচারিক অবিচারের নিন্দা  জানিয়েছেন। এছাড়াও উপস্থিত নেতৃবৃন্দ ধর্মীয় স্বাধীনতা এবং মানবাধিকারের গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert