বিকল্প পরিচালক নিয়োগে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
- By Jamini Roy --
- 15 January, 2025
বাংলাদেশ ব্যাংক বিকল্প পরিচালক নিয়োগে নতুন নির্দেশনা প্রদান করেছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ১৫ককক (৩) অনুযায়ী, এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া কোনো বিকল্প পরিচালক দায়িত্ব পালন করতে পারবেন না বা পরিচালনা পর্ষদ কিংবা সহায়ক কমিটির সভায় অংশগ্রহণ করতে পারবেন না।
গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাংক কোম্পানিতে বিকল্প পরিচালক নিয়োগের পরবর্তী কার্যক্রমে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদন আবশ্যক। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১১ ফেব্রুয়ারির সার্কুলারের ৬ (খ) অনুচ্ছেদ অনুযায়ী, বিকল্প পরিচালক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণের ৭ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় নথি বা তথ্য বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে।
তবে, এর আগে বিকল্প পরিচালক শুধু বাংলাদেশ ব্যাংককে অবহিত করেই পর্ষদের সভায় যোগ দিতে পারতেন। নতুন নির্দেশনার মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে এ সুযোগ বাতিল করা হয়েছে।
ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা ও কার্যকর নিয়ন্ত্রণ বজায় রাখার উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, কোনো পরিচালক বিদেশে কমপক্ষে ৩ মাস ধরে অবস্থানের জন্য অনুপস্থিত থাকলে, যথাযথ নির্দেশনা অনুসরণ করেই বিকল্প পরিচালক নিয়োগ দিতে হবে। তবে বিকল্প পরিচালক বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া কোনো দায়িত্ব পালন করতে পারবেন না।
এ নির্দেশনা কার্যকর করতে বাংলাদেশ ব্যাংক থেকে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে সার্কুলার পাঠানো হয়েছে।
এ নির্দেশনা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর অধীনে বাংলাদেশ ব্যাংক প্রদত্ত ক্ষমতার অংশ হিসেবে জারি করা হয়েছে। ব্যাংকিং খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা আনতে এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এই কঠোর নিয়ম বাস্তবায়নের মাধ্যমে ব্যাংক পরিচালনা পর্ষদে সুশাসন নিশ্চিত হবে এবং অনিয়মের সুযোগ কমে আসবে বলে আশা করা হচ্ছে।