ভারত-বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি ও অসম চুক্তি নিয়ে বৈঠকের ঘোষণা
- By Jamini Roy --
- 14 January, 2025
বাংলাদেশ ও ভারতের সীমান্ত নিয়ে চলমান কিছু অসম চুক্তি ও সমস্যার সমাধান খুঁজতে আগামী মাসে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও বিএসএফের (বর্ডার সিকিউরিটি ফোর্স) মধ্যে ডিজি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রয়েছে এবং এসব বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হবে।’
বিজিবি-বিএসএফের মধ্যে এই বৈঠকটি সীমান্তে চোরাচালান, অনুপ্রবেশ, এবং অতীতে স্বাক্ষরিত অসম চুক্তিগুলো নিয়ে নতুন আলোচনার সুযোগ তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় সারের সংকট নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশে সারের কোনো ঘাটতি নেই। তবে কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ডিলারদের লাইসেন্সও বাতিল করা হবে বলে তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, পুলিশের তদন্ত ক্ষমতা অন্য কোনো সংস্থার কাছে হস্তান্তর করা হবে না। বিশেষ ট্রাইব্যুনালে পুলিশের বিভিন্ন ইউনিট সক্রিয়ভাবে কাজ করছে।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা ময়মনসিংহ অঞ্চলের সশস্ত্র বাহিনী, পুলিশ ইউনিট, র্যাব, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস, কারা অধিদপ্তর, এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এই মতবিনিময় সভায় নিরাপত্তা, সীমান্ত পরিস্থিতি, এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের কার্যক্রম নিয়ে আলোচনা হয়।