টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত এমা রেনল্ডস
- By Jamini Roy --
- 15 January, 2025
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি টিউলিপ সিদ্দিকের স্থলাভিষিক্ত হিসেবে এমা রেনল্ডসকে অর্থনীতিবিষয়ক মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাকে এ দায়িত্ব প্রদান করেন। এ খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।
৪৭ বছর বয়সী এমা রেনল্ডস ২০২৩ সালের সাধারণ নির্বাচনে ওয়াইকম্ব আসন থেকে লেবার পার্টির এমপি হিসেবে নির্বাচিত হন। এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘ ১৪ বছর পর লেবার পার্টি যুক্তরাজ্যের শাসনভার গ্রহণ করে। এর আগে ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে এমপি হিসেবে দায়িত্ব পালন করেন এমা। তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এবং অভিজ্ঞতা নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থনীতিবিষয়ক মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, যা লেবার পার্টির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ব্যবহার করে টিউলিপ বিনামূল্যে দুটি বিলাসবহুল ফ্ল্যাট পেয়েছেন এবং আর্থিক খাতের দায়িত্বে থেকেও স্বচ্ছতা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।
দুর্নীতির অভিযোগের পাশাপাশি তার ওপর ক্ষমতার অপব্যবহারেরও অভিযোগ ওঠে। ব্রিটিশ গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হলে লেবার পার্টি ক্রমাগত চাপের মুখে পড়ে। শেষমেশ মঙ্গলবার টিউলিপ সিদ্দিক পদত্যাগ করতে বাধ্য হন।
টিউলিপের পদত্যাগের পর এমা রেনল্ডসকে নতুন অর্থনীতিবিষয়ক মিনিস্টার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। লেবার পার্টি মনে করছে, এমার নেতৃত্বে যুক্তরাজ্যের অর্থনৈতিক খাতে স্বচ্ছতা, নৈতিকতা এবং স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে।
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার বিবৃতিতে বলেন, "এমা রেনল্ডস অত্যন্ত যোগ্য এবং অভিজ্ঞ রাজনীতিক। আমি বিশ্বাস করি, তার নেতৃত্বে আমরা অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবো এবং দেশের জনগণকে একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো উপহার দিতে পারবো।"