Logo

আন্তর্জাতিক    >>   তদন্তকারীদের সামনে হাজির হয়ে আমি সহিংসতা এড়াতে চাই: ভিডিও বার্তায় ইউন

তদন্তকারীদের সামনে হাজির হয়ে আমি সহিংসতা এড়াতে চাই: ভিডিও বার্তায় ইউন

তদন্তকারীদের সামনে হাজির হয়ে আমি সহিংসতা এড়াতে চাই: ভিডিও বার্তায় ইউন

নানা নাটকীয়তার পর দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে তার ব্যক্তিগত বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দুর্নীতিবিরোধী তদন্তকারী দল ও পুলিশ। খবর বিবিসির।

ইউনের সহযোগীরা গ্রেফতার প্রক্রিয়ার আগে একটি পূর্ব-রেকর্ড করা ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে ইউন বলেন, “তদন্তকারীদের সামনে হাজির হয়ে আমি সহিংসতা এড়াতে চাই। তবে এটিকে আমি একটি অবৈধ তদন্ত হিসেবে মনে করি। আমি তাদের দেখেছি, অগ্নিনির্বাপক সরঞ্জাম ব্যবহার করে আমার বাসার নিরাপত্তা বেষ্টনি ভাঙার চেষ্টা করছে। তাই, রক্তপাতের সম্ভাবনা এড়ানোর জন্যই আমি আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছি।”

গত ডিসেম্বর মাসে ইউন সুক ইওল একটি বিতর্কিত পদক্ষেপ নিয়ে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন। তার এই সিদ্ধান্ত তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। দেশের জনগণ ব্যাপক বিক্ষোভ শুরু করে, যা আন্তর্জাতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।

প্রতিবাদ ও চাপের মুখে মাত্র ছয় ঘণ্টার মধ্যে তিনি সামরিক আইন প্রত্যাহার করতে বাধ্য হন। তবে জনগণের এই অসন্তোষ থামেনি। ১৪ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে তার বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব গৃহীত হয় এবং তাকে প্রেসিডেন্টের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

তদন্তকারীরা জানায়, এর আগেও তারা ইউনকে গ্রেফতার করার চেষ্টা করেছিল। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারসহ গুরুতর অভিযোগ আনা হয়েছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert