ব্রিকস দেশগুলো নতুন মুদ্রা আনলে শতভাগ শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র
- By Jamini Roy --
- 01 December, 2024
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে দ্বিতীয় বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এক বিবৃতিতে জানিয়েছেন, যদি ব্রিকসের সদস্য দেশগুলো নতুন মুদ্রা আনতে চায়, তবে তাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তিনি শনিবার তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম "ট্রুথ সোশ্যালে" এ হুঁশিয়ারি দেন। রয়টার্সের খবরে জানা গেছে, ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের মার্কিন ডলার থেকে ব্রিকস দেশগুলোর দূরে সরে যাওয়ার চেষ্টা আর সহ্য করা হবে না।
তিনি আরও জানান, "আমরা চাই, তারা প্রতিশ্রুতি দেবে যে, তারা নতুন ব্রিকস মুদ্রা তৈরি করবে না এবং ডলারের বিকল্প কোনো মুদ্রাকে সমর্থন দেবে না।" ট্রাম্প বলেন, অন্যথায়, তারা শতভাগ শুল্কের সম্মুখীন হবে এবং যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার হারাবে।
ব্রিকসের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে একটি ছিল বিশ্বব্যাপী আর্থিক ব্যবস্থায় মার্কিন ডলারের নির্ভরশীলতা কমিয়ে একটি বিকল্প মুদ্রা ব্যবস্থা তৈরি করা। বর্তমানে, আন্তর্জাতিক বিনিয়োগ এবং ঋণের ক্ষেত্রে সাধারণত মার্কিন ডলার ব্যবহৃত হয় এবং বিশ্বব্যাংকও ডলারকেই মূল মুদ্রা হিসেবে বিবেচনা করে। এর ফলে, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা যেকোনো দেশকে আর্থিক নিষেধাজ্ঞা দিতে সহজেই সক্ষম হয়, এবং এই নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে রাশিয়া, ইরান ও চীন।
২০১১ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা নিয়ে ব্রিকস জোট প্রতিষ্ঠিত হয়। চলতি বছর আরও পাঁচটি দেশ, যেমন ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া এবং মিশর ব্রিকসের নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ২০২৩ সালে ব্রিকসের জন্য একটি সাধারণ মুদ্রা চালুর প্রস্তাব দেন, যার মূল উদ্দেশ্য ছিল মার্কিন ডলারের ওপর নির্ভরশীলতা কমানো। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডর জানিয়েছিলেন, ৩৪টি দেশ এই জোটে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে।
যদি ব্রিকস একটি নিজস্ব মুদ্রা এবং ডলারের বাইরের ব্যাংকিং নেটওয়ার্ক তৈরি করতে পারে, তবে রাশিয়া, চীন এবং ইরানের মতো দেশগুলো পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে সক্ষম হবে। তবে, জোটের মধ্যে বিভিন্ন অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থানের কারণে, এই মুহূর্তে নতুন মুদ্রার প্রচলন খুব শিগগিরই বাস্তবসম্মত বলে মনে হচ্ছে না।