Logo

রাজনীতি    >>   শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের আদেশ

শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের আদেশ

শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের আদেশ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যতালিকায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মামলা অন্তর্ভুক্ত হয়েছে। একইসঙ্গে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আরও ৪৫ জনের মামলাও তালিকায় রয়েছে। সোমবার (১৮ নভেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এ বিষয়ে শুনানি হয়।

শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। ইন্টারপোল ও বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। ট্রাইব্যুনাল এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান তদন্ত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক ৯ মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ মোট ১৩ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী দীপু মনি, সাবেক বিদ্যুৎ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, এবং সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। অন্য মামলায় রিমান্ডে থাকা ডা. আব্দুর রাজ্জাককে হাজির করা হয়নি। অভিযুক্ত সবাই কারাগারে থাকলেও ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী তাদের বিচারিক প্রক্রিয়া চলমান।

গণহত্যার মামলায় তদন্ত সংস্থা সময় বৃদ্ধির আবেদন জানিয়েছে। এর আগে ২৭ অক্টোবর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার অভিযুক্তদের হাজির করার নির্দেশ দিয়েছিলেন।

অভিযুক্তদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগ রয়েছে। বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত এবং তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।

মানবতাবিরোধী অপরাধের মামলাগুলো নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম দ্রুত অগ্রসর হচ্ছে। শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিচারিক প্রক্রিয়া দেশের আইন ও রাজনীতিতে গভীর প্রভাব ফেলতে পারে। 





P.S 220 Winter concert

P.S 220 Winter concert