Logo

আন্তর্জাতিক    >>   গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪৫, আহত শতাধিক

গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪৫, আহত শতাধিক

গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪৫, আহত শতাধিক

ইসরায়েলের বর্বর হামলা গাজা ও লেবাননে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। গাজা উপত্যকা এবং লেবাননের বিভিন্ন অঞ্চলে অব্যাহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে অসংখ্য সাধারণ মানুষ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার বুরেইজ শরণার্থী শিবিরে নিহত হয়েছেন অন্তত ২৪ জন, যাদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। একই দিনে লেবাননে প্রাণ হারিয়েছেন আরও ২১ জন। আহত হয়েছেন শতাধিক মানুষ।

গাজার বুরেইজ শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এতে ২৪ জন নিহত এবং অন্তত ১১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা পড়ে রয়েছেন অনেক মানুষ। উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরা বলছেন, তীব্র হামলার কারণে উদ্ধার কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ৭৩৬ জনে। আহত হয়েছেন এক লাখ ৩ হাজার ৩৭০ জন। প্রতিদিনের নৃশংস হামলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ঘরবাড়ি, হাসপাতাল এবং জনবসতি।

ইসরায়েলি বাহিনীর হামলা লেবাননজুড়ে ছড়িয়ে পড়েছে। বিশেষত সিরিয়া-লেবানন সীমান্ত এবং বালবেক শহরে হামলায় প্রাণহানির সংখ্যা বাড়ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২১ জন নিহত এবং ৭৩ জন আহত হয়েছেন। গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় লেবাননে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৮৬ জনে, আর আহতের সংখ্যা ১৪ হাজার ৪০০ জন ছাড়িয়েছে।

গাজা ও লেবাননে ইসরায়েলের এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। জাতিসংঘ ইসরায়েলের এ হামলাকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করেছে। তারা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, এ ধরনের হামলা মানবতার বিরুদ্ধে অপরাধ।

ইসরায়েলি সেনাবাহিনী গাজা ও লেবাননে সমানতালে হামলা চালিয়ে যাচ্ছে। প্রতিদিনের হামলায় নিহতের সংখ্যা বাড়ছে এবং আহতদের চিকিৎসা সেবা অপ্রতুল হয়ে পড়েছে। সাধারণ মানুষের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও প্রাণ হারাচ্ছেন। ধ্বংসযজ্ঞে পরিণত হওয়া এলাকা থেকে পালানোর কোনো পথ পাচ্ছেন না মানুষ।

জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইসরায়েলি বাহিনী তাদের আগ্রাসন থামানোর কোনো লক্ষণ দেখাচ্ছে না। গাজা ও লেবাননের পরিস্থিতি দিন দিন আরও সংকটময় হয়ে উঠছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert