Logo

রাজনীতি    >>   আশ্বাস পেয়ে সড়ক থেকে হাসপাতালে আহতরা

আশ্বাস পেয়ে সড়ক থেকে হাসপাতালে আহতরা

আশ্বাস পেয়ে সড়ক থেকে হাসপাতালে আহতরা

আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে গতকাল রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে অনুষ্ঠিত এক তীব্র বিক্ষোভ অবশেষে অবসান পায়। প্রায় সাড়ে ১৩ ঘণ্টার বিক্ষোভ শেষে উপদেষ্টাদের আশ্বাসে বিক্ষোভকারী আহতরা হাসপাতালে ফিরে যান। হাসপাতালের সামনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ এবং তাদের পুনর্বাসন প্রক্রিয়ার দ্রুত বাস্তবায়নের দাবিতে সোচ্চার ছিলেন। গত জুলাই-আগস্ট মাসে সরকারবিরোধী আন্দোলনে আহত এই ব্যক্তিদের দাবি ছিল, তাদের পুনর্বাসন ও চিকিৎসা তত্ত্বাবধানে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে।

বুধবার দুপুর ১টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভে অংশ নেওয়া আহতদের মধ্যে কেউ এক পা হারিয়েছেন, কেউ হুইলচেয়ারে বসে আছেন, আর কেউ চোখে ব্যান্ডেজে বাঁধা অবস্থায় ছিলেন। হাসপাতালের বাইরে বিক্ষোভের এক পর্যায়ে তারা চারজন উপদেষ্টার উপস্থিতির শর্ত দেন এবং তাদের না আসায় গভীর রাতে সড়কেই অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

রাত ৩টার দিকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উপদেষ্টা মাহফুজ আলম ও স্বাস্থ্য সহকারী মো. সায়েদুর রহমান হাসপাতালে যান। তারা আহতদের দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়ে দুঃখ প্রকাশ করেন এবং বলেন, বৃহস্পতিবার দুপুর ২টায় সচিবালয়ে বৈঠকে বসে তাদের দাবি নিয়ে আলোচনা হবে। আহতদের সেখানে নিয়ে যেতে দুটি গাড়ির ব্যবস্থা করার কথাও জানান উপদেষ্টারা।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “আমাদের ব্যর্থতা ও ভুল হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করেছি। তবে যেকোনো কারণেই হোক, আমরা সফল হতে পারিনি। আমাদের ওপর বিশ্বাস রাখুন, আমরা আপনাদের জন্য সুষ্পষ্ট একটি রূপরেখা লিখিতভাবে দেব।”

উপদেষ্টা মাহফুজ আলম জানান, সরকারের প্রতিনিধিরা কীভাবে আহতদের পাশে থাকতে পারেন, সেই বিষয়ে বৈঠকে আলোচনা করা হবে। উপদেষ্টারা আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করে ডিসেম্বরের মধ্যে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

স্বাস্থ্য সহকারী সায়েদুর রহমান আহতদের দেশের সেরা চিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন এবং বলেন, “আমাদের একটা সুযোগ দিন। ব্যত্যয় হলে আমরা দায়িত্বে থাকব না।” অন্যদিকে, উপদেষ্টা ফরিদা আখতার আহতদের সব সমস্যার সমাধানে প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আপনাদের সুস্থ চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে। না পারলে তখন যা ইচ্ছা করবেন, আপত্তি থাকবে না।”

অবশেষে উপদেষ্টাদের প্রতিশ্রুতি পেয়ে আহতরা হাসপাতালের শয্যায় ফিরে যান।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert