লেবাননে যুদ্ধবিরতি নাকচ, জানালেন ইসরায়েল কাৎজ
- By Jamini Roy --
- 12 November, 2024
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন যে লেবাননে ইসরাইল কোনো যুদ্ধবিরতি করবে না এবং হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে অভিযান অব্যাহত থাকবে। মঙ্গলবার (১২ নভেম্বর) নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি এ ঘোষণা দেন। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই পদে নতুন নিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর কাৎজ প্রথমবারের মতো যুদ্ধ পরিস্থিতি নিয়ে তাঁর অবস্থান স্পষ্ট করেন।
সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তকে বরখাস্ত করেন এবং এরপরই নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ইসরায়েল কাৎজ। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগে কাৎজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। শপথের পর কাৎজ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন, যেখানে তিনি বলেন, “ইসরাইল কোনো অবস্থাতেই হিজবুল্লাহর ওপর থেকে চাপ কমাবে না এবং পূর্ণ শক্তি নিয়ে তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে।”
ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে এই সংঘাত মূলত ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসনের পর থেকে নতুন মাত্রায় পৌঁছায়। গত বছরের অক্টোবরে গাজায় ইসরাইলি অভিযান শুরুর পর থেকে হিজবুল্লাহ লেবানন সীমান্তে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে হামলা চালাতে থাকে। চলতি বছরের সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননে হামলা আরো জোরদার করে ইসরাইল। বিশেষ করে, সাম্প্রতিক দিনগুলোতে এই সংঘর্ষের তীব্রতা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরাইলি হামলায় নতুন করে ১৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
হিজবুল্লাহও পাল্টা আক্রমণে শক্তি বাড়াচ্ছে। লেবাননে অবস্থানরত ইসরাইলি সেনাদের উপর আক্রমণ চালানোর পাশাপাশি ইসরাইলের অভ্যন্তরের সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে এই শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী। ইরানের পক্ষ থেকেও যুদ্ধের ব্যাপকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ইরান সতর্ক করে দিয়ে বলেছে, “মধ্যপ্রাচ্যের এই সংঘাত ছড়িয়ে পড়লে এটি বিশ্বশান্তির জন্য হুমকি হতে পারে।”
কিছু পর্যবেক্ষক মনে করছেন, হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যকার এই লড়াই শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্বজুড়ে একটি বৃহৎ সঙ্কটের কারণ হতে পারে। ইরানও যদি সরাসরি লেবাননে হিজবুল্লাহকে সহায়তায় এগিয়ে আসে, তবে তা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বর্তমানে কাৎজের এই দৃঢ় ঘোষণা লেবাননের পরিস্থিতিকে আরো উত্তপ্ত করতে পারে এবং যুদ্ধের পরিধি আরো বিস্তৃত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।