নেতানিয়াহুর ভূগর্ভস্থ আশ্রয়ে কাজ
- By Jamini Roy --
- 12 November, 2024
হিজবুল্লাহর হামলার আতঙ্কে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বর্তমানে তার নির্ধারিত কার্যালয় ছেড়ে ভূগর্ভস্থ কক্ষে কাজ করছেন। ইসরাইলের সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২ এবং টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে জানানো হয়েছে, সুরক্ষার কারণে তিনি তার কার্যালয়ের সাধারণ কক্ষে না থেকে বাংকারে কাজ করছেন।
গত ১৯ অক্টোবর নেতানিয়াহুর সিজারিয়ার বাড়িতে হিজবুল্লাহর চালানো ড্রোন হামলায় তার বাড়ির জানালার কাচ ভেঙে যায়। ওই ঘটনায় নেতানিয়াহু বা তার পরিবারের কেউ আহত না হলেও এই হামলার প্রেক্ষিতে তার মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। এরপর থেকেই তার নিরাপত্তা পরামর্শদাতারা তাকে স্থায়ী এবং পরিচিত স্থানগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিশ্চিতভাবে নিরাপত্তা পাওয়ার জন্য তাকে ভূগর্ভস্থ স্থানে থাকার ব্যবস্থা করা হয়েছে।
নেতানিয়াহুর ছোট ছেলে আভনের বিয়ের তারিখ নির্ধারিত থাকলেও নিরাপত্তার জন্য তা পিছিয়ে দেওয়া হয়েছে। এতে পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। এছাড়া, ইসরাইলের মন্ত্রিসভার নিয়মিত বৈঠকগুলোর স্থান পরিবর্তন করা হয়েছে এবং বৈঠকগুলোর জন্য নতুন একটি নিরাপদ স্থান নির্ধারণ করা হয়েছে।
নেতানিয়াহুর বিরুদ্ধে বর্তমানে তিনটি দুর্নীতি মামলা বিচারাধীন রয়েছে। আদালতে যাওয়ার ঝুঁকির কারণে নেতানিয়াহু তার নির্ধারিত সাক্ষ্যগ্রহণের জন্যও আদালতে যেতে পারছেন না। নেতানিয়াহুর আইনজীবীরা আদালতে তার সাক্ষ্য পিছিয়ে দেয়ার আবেদন জানিয়েছেন, কারণ আদালতে কোনো নিরাপদ স্থান নেই যেখানে তিনি হামলার ঝুঁকি ছাড়া সাক্ষ্য দিতে পারবেন।
হিজবুল্লাহর হামলার হুমকির মুখে নেতানিয়াহু আরও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। তার নেতৃত্বাধীন প্রশাসন এই হুমকির প্রেক্ষাপটে ইসরাইলি জনগণের নিরাপত্তার জন্য আরও কঠোর ব্যবস্থা নিতে পারে।