Logo

রাজনীতি    >>   জামায়াতে ইসলামী নির্বাচন পূর্ব অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায়: শফিকুর রহমান

জামায়াতে ইসলামী নির্বাচন পূর্ব অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায়: শফিকুর রহমান

জামায়াতে ইসলামী নির্বাচন পূর্ব অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চায়: শফিকুর রহমান

 

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়ার পক্ষেই অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের জন্য সময়মতো রাষ্ট্র সংস্কার প্রয়োজন এবং এজন্য তারা অন্তর্বর্তী সরকারের জন্য যৌক্তিক সময় চাইছেন। শুক্রবার (৮ নভেম্বর) নীলফামারী জেলা জামায়াতের কর্মী সম্মেলনে এই কথা বলেন তিনি। এছাড়া জামায়াত নেতারা ঢাকায় এক অনুষ্ঠানে সুষ্ঠু নির্বাচন পরিবেশ তৈরির জন্য কালো টাকা এবং অবৈধ অস্ত্র উদ্ধার করার দাবি জানান।

নীলফামারী জেলা জামায়াতের কর্মী সম্মেলন দীর্ঘদিন পর অনুষ্ঠিত হওয়ায় এতে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশ শুরু হওয়ার আগে ভোর থেকেই বিভিন্ন স্থান থেকে কর্মীরা পৌরসভা মাঠে জড়ো হতে থাকেন। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ‘‘নির্বাচন সুষ্ঠু করতে রাষ্ট্র সংস্কার অপরিহার্য। এজন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে।’’ তিনি আরও বলেন, ‘‘বিএনপি নির্বাচনের জন্য আগে থেকেই তাড়াহুড়া করলেও এখন তারা নির্বাচনের দিকে মনোযোগী হয়েছে, যা রাজনৈতিক সঠিক সিদ্ধান্ত বলে আমি মনে করি।’’

শফিকুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে বলেন, ‘‘শেখ হাসিনার বিরুদ্ধে গুম, খুন এবং হত্যা মামলার প্রেক্ষিতে, ভারত যদি চায় তবে আইনশৃঙ্খলা বাহিনী তাকে ফেরত দিতে বাধ্য হবে।’’

অন্যদিকে, ঢাকায় জামায়াতের মহানগর দক্ষিণ শাখার শ্যামপুর-কদমতলী অঞ্চলের কর্মী সম্মেলনে জামায়াত নেতারা অভিযোগ করেন, ‘‘সরকারের শীর্ষ কর্মকর্তাদের হাত ধরে প্রশাসনে স্বৈরাচারের দোসররা রাষ্ট্রকে অকার্যকর করার চক্রান্ত করছে।’’ মাওলানা রফিকুল ইসলাম শঙ্কা প্রকাশ করেন যে, আগামী নির্বাচনে কালো টাকা এবং অবৈধ অস্ত্র ব্যবহার হতে পারে, এজন্য তারা এগুলো উদ্ধারের দাবি জানান।

সম্মেলনে জামায়াত নেতারা বলেন, ‘‘নির্বাচন পরিবেশ তৈরি করতে হবে, যাতে কোনোভাবেই অবৈধ অস্ত্র বা কালো টাকা নির্বাচনে প্রভাব ফেলতে না পারে।’’ তারা প্রশাসনের এমন সব কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

এছাড়া, জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, ‘‘সরকারের পক্ষে যারা দায়িত্বে আছেন, তারা রাষ্ট্রের ক্ষতি সাধন করছে এবং দেশের সার্বিক উন্নতি বাধাগ্রস্ত করছে।’’





P.S 220 Winter concert

P.S 220 Winter concert