শিরোনাম: জেনেভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তা করলেন আওয়ামী লীগের কর্মীরা
মেটা বর্ণনা: সুইজারল্যান্ডে জেনেভা বিমানবন্দরে আন্তর্জাতিক কর্মসূচি শেষে দেশে ফেরার পথে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্তা করেন স্থানীয় আওয়ামী লীগ কর্মীরা।
URL শিরোনাম: law-adviser-asif-nazrul-harassed-in-geneva
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর গভর্নিং বডির বৈঠকে অংশগ্রহণ শেষে দেশে ফেরার জন্য সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তবে বিমানবন্দরে আসার পরপরই তাকে স্থানীয় আওয়ামী লীগের কর্মীদের দ্বারা হেনস্তার শিকার হতে হয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, একদল উত্তেজিত আওয়ামী লীগের কর্মী আসিফ নজরুলকে ঘিরে ধরে তর্কে লিপ্ত হন। তারা বারবার অভিযোগ করেন, আসিফ নজরুল মিথ্যা বলছেন।
ভিডিওতে দেখা যায়, আইন উপদেষ্টা তাদের শান্ত হতে বললেও, উপস্থিত কর্মীরা তার বিরুদ্ধে তর্ক অব্যাহত রাখেন এবং এক পর্যায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এসময় আসিফ নজরুল তাদের বলেন, "আপনি গায়ে হাত দিচ্ছেন কেন?" তবে তার কোনো কথাতেই তারা শান্ত হননি এবং তাকে একটানা বিরক্ত করতে থাকেন।
জেনেভাস্থ বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা জানান, আসিফ নজরুল ব্যক্তিগত সফরে সুইজারল্যান্ড যাননি। আইএলও’র গভর্নিং বডির মিটিংয়ে অংশগ্রহণ ও আইএলও মহাপরিচালকের সাথে বৈঠক করতে তিনি সেখানে গিয়েছিলেন। মিটিং শেষে তিনি প্রটোকলের মাধ্যমে দূতাবাসের গাড়িতে করে বিমানবন্দরে পৌঁছালে, বিমানবন্দরের প্রবেশমুখে স্থানীয় কিছু আওয়ামী লীগ কর্মী তাকে ঘিরে ধরে এবং বিতর্কিত কথোপকথন চালিয়ে যান।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খানসহ আরও কয়েকজন নেতাকর্মী। সুইজারল্যান্ডের স্থানীয় সূত্রগুলোও জানিয়েছে, হেনস্তাকারীরা আওয়ামী লীগের কর্মী ছিলেন এবং তারা আসিফ নজরুলের সঙ্গে আচরণে অসৌজন্যমূলক আচরণ করেন।
আইএলও’র গভর্নিং বডির বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অংশ নেন।