সংস্কারের প্রথম প্রস্তাব বিএনপির: তারেক রহমান
- By Jamini Roy --
- 05 November, 2024
মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বাংলাদেশ রাজনৈতিক সংকটে নিমজ্জিত এবং বাস্তব সংস্কার ছাড়া জনসাধারণের ভাগ্যের উন্নতি সম্ভব নয়। বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই বক্তব্য দেন। যশোর জেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক টাউন হল মাঠে এই স্মরণসভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়। এতে অসংখ্য নেতা-কর্মী জড়ো হন তরিকুল ইসলামের স্মৃতিচারণ করতে।
তারেক রহমান বলেন, "পতিত স্বৈরাচারদের প্রেতাত্মারা এখনও রাজনীতির ময়দানে সক্রিয়, তারা ক্রমাগত ভাবে রাজনৈতিক অস্থিরতার বীজ বপন করছে।" তিনি যোগ করেন যে, সংস্কার বলতে শুধু বইয়ের কয়েকটি লাইন পরিবর্তন করা নয়; বরং এমন পরিবর্তন দরকার যা মানুষের জীবনের বাস্তব উন্নতি ঘটাবে।
তারেক রহমান উল্লেখ করেন যে, বিএনপি প্রথম থেকেই জনগণের কল্যাণে প্রকৃত সংস্কারের প্রস্তাব দিয়ে এসেছে। এই সংস্কারের মাধ্যমে বেকারত্ব নিরসন, নারীর অধিকার, জননিরাপত্তা ও উন্নত শিক্ষার নিশ্চয়তা দিতে হবে। তিনি বলেন, "যে সংস্কারে মানুষের ভাগ্য পরিবর্তিত হবে, নারীদের স্বাধীনতা নিশ্চিত হবে, দেশের সন্তানরা শিক্ষা পাবে এবং জনগণের নিরাপত্তা বাড়বে—সেই সংস্কারই প্রকৃত সংস্কার।"
বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কার বাস্তবায়নে দল প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি। তারেক রহমান আরও বলেন, প্রকৃত সংস্কার করতে হলে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে যা দখল করে রাখা হয়েছে।
তরিকুল ইসলামের স্মরণসভা স্মৃতিচারণা ছাড়িয়ে জনসভার রূপ নেয়। বিএনপি সমর্থকরা দলীয় পতাকা ও জাতীয় পতাকা নিয়ে মিছিল সহকারে মাঠে জড়ো হন। এ সময় দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন এবং তরিকুল ইসলামের অবদান তুলে ধরেন। তরিকুল ইসলামের ছেলে ও দলের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, খুলনা জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, কৃষক দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
২৩ মিনিটের বক্তৃতায় তারেক রহমান বলেন, “২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্বৈরাচারী সরকার দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। এই সংকট থেকে উত্তরণের জন্য বিএনপির সংস্কার প্রস্তাবই একমাত্র পথ।” তিনি আরও বলেন, “স্বৈরাচারদের প্রেতাত্মারা এখনো দেশে সক্রিয় এবং রাজনৈতিক সংকট জিইয়ে রাখছে। যতদিন মানুষের অধিকার ফিরে না আসে, ততদিন সংস্কারের এই পথ চলতেই থাকবে।”
যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠিত এই স্মরণসভায় হাজারো নেতা-কর্মী তরিকুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তারেক রহমানের বক্তব্য শুনতে জমায়েত হন।