Logo

আন্তর্জাতিক    >>   "বাংলাদেশ এখন সম্পূর্ণ বিশৃঙ্খল": সংখ্যালঘু নির্যাতনে ট্রাম্পের তীব্র নিন্দা

"বাংলাদেশ এখন সম্পূর্ণ বিশৃঙ্খল": সংখ্যালঘু নির্যাতনে ট্রাম্পের তীব্র নিন্দা

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বাংলাদেশকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ বর্তমানে "পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রয়েছে" এবং দেশটিতে সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সম্প্রদায়ের ওপর দলবদ্ধভাবে আক্রমণ ও লুটপাট চালানো হচ্ছে। রিপাবলিকান পার্টির এই নেতা এসব ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "আমার সময় এমনটা কখনোই ঘটেনি।"

ট্রাম্প উল্লেখ করেন, "কমলা হ্যারিস ও জো বাইডেন বিশ্বজুড়ে এবং যুক্তরাষ্ট্রে হিন্দু সম্প্রদায়কে উপেক্ষা করে আসছেন। তারা ইসরায়েল থেকে ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্ত পর্যন্ত বিভিন্ন স্থানে বিপর্যয় সৃষ্টি করেছেন।" এছাড়া তিনি প্রতিশ্রুতি দেন, "আমরা আবার যুক্তরাষ্ট্রকে শক্তিশালী করব এবং সেই শক্তির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনব।"

যুক্তরাষ্ট্রে হিন্দু সম্প্রদায়কে চরমপন্থী বামপন্থীদের ধর্মবিরোধী এজেন্ডা থেকে সুরক্ষা দেয়ার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, "আমরা আপনার স্বাধীনতার জন্য লড়াই করবো। আমার প্রশাসনের সময়, আমরা ভারত এবং আমার ভালো বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আমাদের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করব।"

ট্রাম্প তাঁর প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের সমালোচনা করে আরও বলেন, "কমলা হ্যারিস আরও বিধি-নিষেধ আরোপ এবং উচ্চ কর বাড়িয়ে ক্ষুদ্র ব্যবসা ধ্বংস করবেন। এর বিপরীতে, আমি কর কমিয়ে, বিধি-নিষেধ শিথিল করে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করেছি এবং ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্থনীতি তৈরি করেছি। আমরা এটি আবার করব এবং তা আগের চেয়ে আরও বড় এবং ভালো হবে।"

সবার প্রতি দীপাবলীর শুভেচ্ছা জানিয়ে ট্রাম্প বলেন, "আমি আশা করি আলোর এ উৎসব খারাপকে হটিয়ে শুভের বিজয় নিয়ে আসবে।" একই সাথে তিনি বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার কঠোর নিন্দা করেন এবং বলেন, "বাংলাদেশ এখন পুরোপুরিভাবে বিশৃঙ্খল অবস্থায় রয়েছে।"

ট্রাম্পের এই পোস্টটি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। তার এই বার্তাটি ট্রাম্পের হিন্দু আমেরিকান ভোটারদের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার ইঙ্গিত বহন করছে, বিশেষ করে যাদের ধর্মীয় সুরক্ষা এবং ভারত-মার্কিন সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে আগ্রহ রয়েছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert