Logo

রাজনীতি    >>   শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষা উপদেষ্টার বিবৃতি

শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষা উপদেষ্টার বিবৃতি

শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষা উপদেষ্টার বিবৃতি

ঢাকার সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন এবং অন্যান্য শিক্ষা সংশ্লিষ্ট আন্দোলনের প্রেক্ষিতে বিবৃতি দিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার (৩০ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি জানান, অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা এবং শিক্ষকদের সংগঠনগুলো নানা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

শিক্ষা উপদেষ্টা বলেন, "একটি সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থায় পাওয়া শিক্ষাখাতে শৃঙ্খলা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকার যথাসাধ্য চেষ্টা করছে।" তিনি জানান, এসব দাবি মধ্যে কিছু ন্যায্য, কিছু অন্যায্য এবং কিছু ক্ষেত্রে পরস্পর বিরোধী। "একটি বৈষম্যবিরোধী দাবি মানলে অন্যান্য ক্ষেত্রে বৈষম্য তৈরি হতে পারে," উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে তিনি আরও বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের দাবি বিবেচনার জন্য সরকার ইতোমধ্যে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করেছে, যা সাত সপ্তাহের মধ্যে একটি প্রতিবেদন প্রস্তুত করবে।" তিনি জানান, সমস্যার সূত্রপাত হয় কয়েক বছর আগে, যখন সাতটি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ওয়াহিদউদ্দিন মাহমুদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "রাস্তায় আন্দোলন ও অবরোধের মাধ্যমে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ার কোনো নজির নেই।" তিনি শিক্ষার্থীদের রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি না করে ধৈর্য ধরার এবং নিজ নিজ শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার অনুরোধ করেছেন।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert