Logo

রাজনীতি    >>   ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের দফতর স্থাপনে অগ্রগতি

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের দফতর স্থাপনে অগ্রগতি

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের দফতর স্থাপনে অগ্রগতি

জাতিসংঘের মানবাধিকার কমিশন ঢাকায় তাদের দফতর স্থাপনের বিষয়ে আন্তঃসরকার পর্যায়ের আলোচনার অগ্রগতি হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিকদের সামনে তিনি এ তথ্য জানান।

শারমিন মুরশিদ জানান, "জাতিসংঘ মানবাধিকার কমিশনের ঢাকায় দফতর স্থাপনের সিদ্ধান্ত সরকারের কাছে ইতিবাচক। এ উদ্যোগ বাংলাদেশের মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ হবে।" তিনি বলেন, চলতি বছরের জুলাই-আগস্ট মাসে মানবাধিকার লঙ্ঘনের প্রাথমিক তদন্তের পরিপ্রেক্ষিতে এই দফতর স্থাপনের প্রস্তাব আসা হয়েছে।

এর আগে, ভলকার তুর্কের সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা। উপস্থিত উপদেষ্টারা ছিলেন শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশিদ, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার।

শারমিন মুরশিদ বলেন, জাতিসংঘের এ দফতর চালু হলে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো সরাসরি তদন্ত করার সুযোগ পাবে কমিশন। এ প্রসঙ্গে তিনি বলেন, "এখানে জাতিসংঘের কার্যালয় থাকলে মানবাধিকার রক্ষার ক্ষেত্রে দেশের শক্তি বাড়বে।"





P.S 220 Winter concert

P.S 220 Winter concert