বাংলাদেশে হিযবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিম নিষিদ্ধ: প্রধান উপদেষ্টার প্রেস উইং
- By Jamini Roy --
- 28 October, 2024
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে চালু হওয়া প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজ থেকে জানানো হয়েছে, হিযবুত তাহরীর এবং আনসারুল্লাহ বাংলা টিম এখনো বাংলাদেশে নিষিদ্ধ। লেখিকা তসলিমা নাসরিন সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করে দাবি করেছিলেন যে অন্তর্বর্তী সরকার এই দুটি সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। রবিবার (২৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস উইং তার এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে।
প্রেস উইংয়ের পোস্টে জানানো হয়েছে, "অন্তর্বর্তীকালীন সরকার দেশের সব উগ্রপন্থী সংগঠনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি বজায় রেখেছে। তসলিমা নাসরিন সম্প্রতি টুইটারে দাবি করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দুটি নিষিদ্ধ সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তার এই দাবি অসত্য। গত কয়েক দশক ধরে নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীর ও আনসারুল্লাহ বাংলা টিমসহ অন্যান্য উগ্রপন্থী সংগঠনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো পরিকল্পনা বাংলাদেশ সরকারের নেই।"
এ ফ্যাক্ট চেকিং পোস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে, হিযবুত তাহরীর এবং আনসারুল্লাহ বাংলা টিমের মতো উগ্রপন্থী সংগঠনগুলো নিষিদ্ধই থাকবে।