নিষিদ্ধ সংগঠনের সদস্যরা প্রজাতন্ত্রের চাকরিতে নিষিদ্ধ: উপদেষ্টা আসিফ মাহমুদ
- By Jamini Roy --
- 25 October, 2024
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন যে, নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাবে না।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘নিষিদ্ধ সংগঠনের কোনো সদস্য প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত হতে পারবে না। প্রক্রিয়াধীন নিয়োগগুলোতেও তাদের বাদ দেওয়া হবে এবং পরবর্তী সার্কুলারে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শূন্যপদ পূরণ করা হবে।’
তিনি আরও উল্লেখ করেন, আসন্ন নিয়োগ সার্কুলারগুলোতে অধিকসংখ্যক প্রার্থী নিয়োগের সুযোগ তৈরি হবে এবং ঘুষ দিয়ে নিয়োগ-বাণিজ্য বন্ধে সরকার বদ্ধপরিকর। "ঘুষের লেনদেন থেকে বিরত থাকুন," বলে তিনি সতর্ক করেন।