ইসরায়েলি অভিযানে গাজার হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত
- By Jamini Roy --
- 18 October, 2024
গাজার দক্ষিণ অংশে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন। গত বুধবার (১৬ অক্টোবর) ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় বন্দুকযুদ্ধে সিনওয়ারের মৃত্যু ঘটে। অভিযানে অংশ নেওয়া সেনারা প্রথমে জানতেন না যে তাঁরা তাঁদের দেশের ১ নম্বর শত্রুকে খুঁজে পেয়েছেন। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত হয় যে, নিহত ব্যক্তি সিনওয়ার।
ইসরায়েলি গোয়েন্দারা মাসের পর মাস ধরে সিনওয়ারকে খুঁজছিল। গাজায় সিনওয়ারের অবস্থান সীমিত করার জন্য ধারাবাহিক অভিযান চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সিনওয়ার গাজার বিভিন্ন স্থানে বারবার স্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন।
অভিযানের সময় তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখে ইসরায়েলি সেনারা তাঁদের লক্ষ্য করে গুলি চালান। বন্দুকযুদ্ধে সিনওয়ার একটি বিধ্বস্ত ভবনে আশ্রয় নেন। ইসরায়েলি বাহিনী ট্যাংক ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভবনটিকে ধ্বংস করে দেয়।
ইসরায়েলি সামরিক বাহিনী একটি ড্রোন ফুটেজ প্রকাশ করেছে যেখানে সিনওয়ারকে চেয়ারে বসে থাকতে দেখা যায়, তাঁর হাতে আঘাতের চিহ্ন ছিল এবং তিনি ড্রোনটিকে ফেলে দেওয়ার ব্যর্থ চেষ্টা করছিলেন।
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, সিনওয়ারকে দীর্ঘদিন ধরে তাড়া করছিলেন তারা। ইসরায়েলি বাহিনীর অভিযানে তিনি শেষ পর্যন্ত নির্মূল হন। গত বছরের হামলায় গাজায় হামাসের প্রধান হিসেবে সিনওয়ারকে ইসরায়েলি আক্রমণের প্রধান কারিগর মনে করা হয়।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিনওয়ারের মৃত্যু প্রসঙ্গে বলেছেন, এটি গাজার যুদ্ধের শেষের শুরু। অন্যদিকে, হিজবুল্লাহ ও ইরান এই হত্যাকাণ্ডের জবাবে প্রতিরোধ আরও জোরালো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে।