Logo

আন্তর্জাতিক    >>   মহাকাশে বিলাসবহুল রিসোর্ট তৈরির পথে মার্কিন প্রতিষ্ঠান ভাস্ট

মহাকাশে বিলাসবহুল রিসোর্ট তৈরির পথে মার্কিন প্রতিষ্ঠান ভাস্ট

মহাকাশে বিলাসবহুল রিসোর্ট তৈরির পথে মার্কিন প্রতিষ্ঠান ভাস্ট

মহাকাশ পর্যটনের ভবিষ্যৎ আরেক ধাপ এগিয়ে যাচ্ছে, কারণ মার্কিন মহাকাশ স্টেশন নির্মাতা প্রতিষ্ঠান ভাস্ট মহাকাশে প্রথম বাণিজ্যিক রিসোর্ট তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। মহাকাশ পর্যটন নিয়ে ভার্জিন গ্যালাক্টিক এবং ব্লু অরিজিনের মতো প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে স্বল্প মেয়াদি ভ্রমণ সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে। এবার পর্যটকদের দীর্ঘমেয়াদি অভিজ্ঞতা দিতে ভাস্ট নতুন উদ্যোগ নিচ্ছে।

ভাস্টের পরিকল্পনা অনুযায়ী, ২০২5 সালের মধ্যেই ‘হ্যাভেন-১’ নামে প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশনটি নির্মাণের কাজ শুরু হবে। এ স্টেশনে পর্যটকরা বিলাসবহুল রিসোর্টের মতো সুবিধা পাবেন। স্টেশনে একসঙ্গে চারজন পর্যটক থাকার ব্যবস্থা থাকবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে মহাকাশে থাকার সময় হোটেলের মতো আরামদায়ক পরিবেশে বাস করা সম্ভব হবে।

এ রিসোর্টটি পৃথিবীতে নির্মাণ করে ইলন মাস্কের স্পেসএক্স ফ্যালকন রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের মধ্যে স্টেশনটি পর্যটকদের জন্য প্রস্তুত হবে। মহাকাশ থেকে দর্শনীয় দৃশ্য উপভোগ করা ছাড়াও, পর্যটকরা পৃথিবীতে ফোনকল করার সুবিধাও পাবেন।

হ্যাভেন-১ মহাকাশ স্টেশনটি একেবারে পর্যটকদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হচ্ছে, যেখানে বৈজ্ঞানিক গবেষণার বদলে পর্যটকদের আরাম-আয়েশের জন্য সবকিছু থাকবে। মহাকাশ পর্যটনের নতুন যুগের সূচনা করছে এই প্রকল্প, যা মহাকাশে থাকার ধারণাকে আরও বাস্তবিক ও আকর্ষণীয় করে তুলবে। 

মহাকাশ পর্যটনের ভবিষ্যৎ আরেক ধাপ এগিয়ে যাচ্ছে, কারণ মার্কিন মহাকাশ স্টেশন নির্মাতা প্রতিষ্ঠান ভাস্ট মহাকাশে প্রথম বাণিজ্যিক রিসোর্ট তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে। মহাকাশ পর্যটন নিয়ে ভার্জিন গ্যালাক্টিক এবং ব্লু অরিজিনের মতো প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে স্বল্প মেয়াদি ভ্রমণ সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে। এবার পর্যটকদের দীর্ঘমেয়াদি অভিজ্ঞতা দিতে ভাস্ট নতুন উদ্যোগ নিচ্ছে।

ভাস্টের পরিকল্পনা অনুযায়ী, ২০২5 সালের মধ্যেই ‘হ্যাভেন-১’ নামে প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশনটি নির্মাণের কাজ শুরু হবে। এ স্টেশনে পর্যটকরা বিলাসবহুল রিসোর্টের মতো সুবিধা পাবেন। স্টেশনে একসঙ্গে চারজন পর্যটক থাকার ব্যবস্থা থাকবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে মহাকাশে থাকার সময় হোটেলের মতো আরামদায়ক পরিবেশে বাস করা সম্ভব হবে।

এ রিসোর্টটি পৃথিবীতে নির্মাণ করে ইলন মাস্কের স্পেসএক্স ফ্যালকন রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হবে। ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের মধ্যে স্টেশনটি পর্যটকদের জন্য প্রস্তুত হবে। মহাকাশ থেকে দর্শনীয় দৃশ্য উপভোগ করা ছাড়াও, পর্যটকরা পৃথিবীতে ফোনকল করার সুবিধাও পাবেন।

হ্যাভেন-১ মহাকাশ স্টেশনটি একেবারে পর্যটকদের জন্য বিশেষভাবে ডিজাইন করা হচ্ছে, যেখানে বৈজ্ঞানিক গবেষণার বদলে পর্যটকদের আরাম-আয়েশের জন্য সবকিছু থাকবে। মহাকাশ পর্যটনের নতুন যুগের সূচনা করছে এই প্রকল্প, যা মহাকাশে থাকার ধারণাকে আরও বাস্তবিক ও আকর্ষণীয় করে তুলবে।  

সূত্র: স্পেসনিউজ ডটকম, টাইমস অব ইন্ডিয়া





P.S 220 Winter concert

P.S 220 Winter concert