Logo

রাজনীতি    >>   মেট্রোর দুই স্টেশন মেরামতে ১৯ কোটি টাকার খরচ নতুন তথ্য প্রকাশ

মেট্রোর দুই স্টেশন মেরামতে ১৯ কোটি টাকার খরচ নতুন তথ্য প্রকাশ

মেট্রোর দুই স্টেশন মেরামতে ১৯ কোটি টাকার খরচ নতুন তথ্য প্রকাশ

মেট্রোরেলের মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশনের পূর্ণাঙ্গ মেরামতের জন্য খরচ হবে ১৮ কোটি ৮৬ লাখ টাকা। সরকারের পূর্বাভাস অনুযায়ী, এই কাজের জন্য ৩৫০ কোটি টাকার দাবি উঠেছিল। তবে, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে গত ২০ সেপ্টেম্বর ২০ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ে কাজীপাড়া স্টেশন সচল করা হয়। একইভাবে, আজ মঙ্গলবার মিরপুর-১০ স্টেশনও ৯৮ লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে পুনরায় চালু হয়েছে।

৮৮ দিন পর সচল মিরপুর-১০ স্টেশন পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, দুই স্টেশন চালু করতে সোয়া এক কোটি টাকা খরচ হয়েছে। আরও ১৭ কোটি ৬০ লাখ টাকার প্রয়োজন হবে। মোট ১৮ কোটি ৮৬ লাখ টাকা খরচ হবে। এই খরচ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এক পক্ষের অভিযোগ, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে এ মেরামতের নামে ৩৩১ কোটি টাকা লোপাট হতো।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সমর্থকদের প্রশ্ন, যন্ত্রাংশ অন্যান্য স্টেশন থেকে খুলে এনে মিরপুর-১০ এবং কাজীপাড়া স্টেশন সচল করা হলে ১৯ কোটি টাকা কেন খরচ হবে। এর জবাবে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুর রউফ জানান, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ ও বিজয় সরণি স্টেশন থেকে যাত্রী চাপ কম থাকায় সেখান থেকে কিছু যন্ত্রাংশ মিরপুর-১০ এ লাগানো হয়েছে। কিছু যন্ত্রাংশ ডিপো থেকেও আনা হয়েছে এবং স্থানীয় বাজার থেকে অগ্নিপ্রতিরোধী কাঁচসহ অন্যান্য সরঞ্জাম কেনা হয়েছে।

তিনি বলেন, দ্বিতীয় পর্যায়ের মেরামতে ক্ষতিগ্রস্ত সব যন্ত্রাংশ বিদেশ থেকে এনে পুনরায় স্থাপন করা হবে। দুই স্টেশনের প্রথম পর্যায়ের মেরামত ও দ্বিতীয় পর্যায়ে বিদেশ থেকে মালামাল এনে স্থাপনে মোট ১৮ কোটি ৮৬ লাখ টাকা খরচ হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে ইতিমধ্যে ১ কোটি ১৯ লাখ ৪৩ হাজার টাকা খরচ হয়েছে।

ডিপো এবং অন্যান্য স্টেশন থেকে যন্ত্রাংশ খুলে আনার সমালোচনা সম্পর্কে আবদুর রউফ বলেন, বিদেশ থেকে মালামাল আসার পর সব কিছু আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে এবং কিছু স্পেয়ার পার্টসও যুক্ত হবে।

২১ জুলাই, ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটে। ২০ জুলাই তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানিয়েছিলেন, স্টেশন দুটি মেরামতে এক বছর লাগবে। তবে, আজ ফাওজুল কবির বলেন, বিদেশি সহায়তা ছাড়াই তিন মাসের মধ্যে এটি সম্ভব হয়েছে।

বিশ্বব্যাংকের পূর্বাভাসে চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ৪ শতাংশ হবে। ফাওজুল কবির বলেন, স্টেশন দুটি ৩৫০ কোটি টাকা খরচে বছর ধরে মেরামত হলে হয়তো প্রবৃদ্ধি বাড়তো। কিন্তু এখন সর্বমোট ১৮ কোটি টাকা খরচ হলে প্রকৃত উন্নয়ন হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের সব প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে ছিল। শর্ত ছিল সাবেক সচিবই মেট্রো এমডি হবেন। এখন যোগ্য ব্যক্তিরাই এই দায়িত্ব পালন করবেন।

স্টেশনে হামলাকারীদের বিচার প্রসঙ্গে উপদেষ্টা জানান, হামলাটি ছাত্ররা করেনি বরং অন্য দুষ্কৃতকারীরা এর সঙ্গে যুক্ত ছিল। কিছু সিসিটিভি ফুটেজও আছে, যা পুলিশপ্রধানকে দেওয়া হয়েছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert