Logo

আন্তর্জাতিক    >>   উত্তর কোরিয়ার সৈন্য বিনিময়ে রাশিয়ার কাছে যুদ্ধবন্দি ফেরত চাইছে ইউক্রেন

উত্তর কোরিয়ার সৈন্য বিনিময়ে রাশিয়ার কাছে যুদ্ধবন্দি ফেরত চাইছে ইউক্রেন

উত্তর কোরিয়ার সৈন্য বিনিময়ে রাশিয়ার কাছে যুদ্ধবন্দি ফেরত চাইছে ইউক্রেন

রাশিয়ার কাছে থাকা ইউক্রেনীয় যুদ্ধবন্দিদের মুক্ত করতে আটক দুই উত্তর কোরিয়ার সৈন্যকে পিয়ংইয়ংয়ে ফেরত পাঠানোর প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।সোমবার (১৩ জানুয়ারি) সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। খবর বিবিসির।

জেলেনস্কি বলেন, "রাশিয়ায় বন্দি থাকা আমাদের যোদ্ধাদের মুক্তির বিনিময়ে কিম জং উনের সৈন্যদের তার কাছে হস্তান্তর করতে আমরা প্রস্তুত।"

জেলেনস্কি আরও বলেন, ‘উত্তর কোরিয়ার যেসব সৈন্য ফিরে যেতে চান না, তাদের জন্য বিকল্প ব্যবস্থা থাকবে। তবে তাদেরকে এই যুদ্ধের সত্য বিশ্বের সামনে তুলে ধরতে হবে।’ এই দুই সৈন্যের পাশাপাশি উত্তর কোরিয়ার আরও অনেক সৈন্যকে আটক করা হবে বলেও জানান তিনি।  

উত্তর কোরিয়ার আটক দুই সৈন্য বর্তমানে কিয়েভে চিকিৎসা নিচ্ছেন। ইউক্রেনের নিরাপত্তা পরিষেবা (এসবিইউ) জানিয়েছে, তাদের একজন স্বীকার করেছেন যে তিনি ভেবেছিলেন, রাশিয়ায় তাকে যুদ্ধের জন্য নয়, বরং প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে।

এসবিইউ আরও জানায়, উত্তর কোরিয়ার কিছু ইউনিট রাশিয়ায় এক সপ্তাহের প্রশিক্ষণ নিয়ে যুদ্ধক্ষেত্রে যুক্ত হয়। জেলেনস্কি বলেছেন, "যেসব সৈন্য উত্তর কোরিয়ায় ফিরে যেতে চান না, তাদের জন্য বিকল্প ব্যবস্থা থাকবে। তবে তাদের যুদ্ধের সত্য ঘটনাগুলো বিশ্বের সামনে তুলে ধরতে হবে।"

গত বছরের শেষ দিকে দক্ষিণ কোরিয়া এবং ইউক্রেন জানায়, উত্তর কোরিয়া রাশিয়ায় কমপক্ষে ১০,০০০ সৈন্য পাঠিয়েছে। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা পরিষেবা জানিয়েছে, রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে ৩০০ জনেরও বেশি উত্তর কোরীয় সৈন্য মারা গেছেন এবং প্রায় ২,৭০০ জন আহত হয়েছেন।

জেলেনস্কি বলেছেন, রাশিয়া-উত্তর কোরিয়া সহযোগিতা ও এই যুদ্ধের অমানবিক দিক তুলে ধরতে ইউক্রেন প্রতিশ্রুতিবদ্ধ। আটক সৈন্যদের যথাযথ চিকিৎসা ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উত্তর কোরিয়ার আরও সৈন্য ইউক্রেনের হাতে আটক হতে পারে বলে জানিয়েছেন জেলেনস্কি। বর্তমান পরিস্থিতিতে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যকার সামরিক সম্পর্কের বিপরীতে ইউক্রেনের কৌশলগত পদক্ষেপ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert