Logo

আন্তর্জাতিক    >>   বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের দ্বিবার্ষিক সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের দ্বিবার্ষিক সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের দ্বিবার্ষিক সম্মেলন ও নতুন কমিটি ঘোষণা

গত ১১ জানুয়ারী শনিবার বিকেল ৪টায় বিপুল সংখ্যক উদীচীর সদস‍্য ও অতিথিদের উপস্থিতিতে নিউইয়র্কের কুইন্স ব‍্যুরোর জ‍্যকশন হাইটসের জুঁইস সেন্টারে যুক্তরাষ্ট্র সংসদের দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর যুক্তরাষ্ট্র সংসদের পরবর্তী ২ বছরের জন্য নতুন কমিটিতে ক্লারা রোজারিওকে সভাপতি ও কল্লোল দাসকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে।

“ আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামবো না কখনোই শত ষড়যন্ত্রে “ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠান শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন উদীচীর সংগীত শিল্পীরা পরে উদীচীর সংগীত পরিবেশন করা হয়।এরপর উদীচীর দ্বিবার্ষিক অধিবেশনের কাজ শুরু হয় ।

সম্মেলনের অধিবেশন আলোচনায় সাধারণ সম্পাদক আলীম উদ্দিনের সঞ্চালনায় ও সুব্রত বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিরণ্ময় মন্ডল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী কন্ঠাযোদ্ধা  রথীন্দ্রনাথ রায় , শরাফ সরকার,বাবুল আচার্য্য, খোরশেদুল ইসলাম, জাকির হোসেন বাচ্চু প্রমুখ। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিচালক রফিকুল ইসলাম সানার পরিচালনায় সংগীত পরিবেশন করেন ফুলু রায়চৌধুরী,  সুলেখা পাল , সুচরিত দত্ত ,  স্নিগ্ধা আচার্য‍্য ,সুপর্না সরকার রিমা, শুভ্রা নন্দী, প্রমুখ । পরে ৭ সদস‍্য বিশিষ্ট সাবজেক্ট কমিটির সাথে আলোচনা করে প্রধান অতিথি ও উদীচীর কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি কিরণ্ময় মন্ডল পরবর্তী ২ বছরের জন‍্য নতুন কমিটিতে সভাপতি হিসেবে ক্লারা রোজারিও, সহসভাপতি হিসেবে শরাফ সরকার , আব্দুল্লাহ চৌধুরী,বাবুল আচার্য‍্য , সাধারণ সম্পাদক  কল্লোল দাশ , সহ সাধারণ সম্পাদক লিলি মজুমদার , কোষাধ্যক্ষ  সুমন দে ,সম্পাদক মন্ডলীর মধ‍্যে সুলেখা পাল , গোলাম মর্তুজা , হীরো চৌধুরী , রাবেয়া আক্তার ,মোঃ রফিকুল ইসলাম , সম্মানিত সদস্য সুব্রত বিশ্বাস , আলীম উদ্দিন , খোরশেদুল ইসলাম , জাকির হোসেন বাচ্চু , আশিষ রায় , ডাঃ আজিজুল হক, কামাল চৌধুরী , কবির হোসেন , মোর্শেদুল হাকিম শুভ্র ,ইলা চন্দ, আবু রায়হান ,মোঃ আলীম আহমদ ।

সবশেষে নতুন কমিটির সভাপতি ক্লারা রোজারিও ও সাধারণ সম্পাদক কল্লোল দাস উপস্থিত সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে সম্মেলন অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন ।

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের এই সম্মেলন ও নতুন কমিটি গঠনের মাধ্যমে একটি নতুন যাত্রার সূচনা হলো ,যা সংগঠনটির লক্ষ্য আদর্শের প্রতি তাদের অটুট প্রতিশ্রুতি এবং সাংস্কৃতিক অঙ্গনে আরও অবদান রাখার দৃঢ় সংকল্পকে প্রতিফলিত করবে ।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert