লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল: ছয় দিনেও নিয়ন্ত্রণে নেই, মৃত্যুর সংখ্যা ২৪
- By Jamini Roy --
- 13 January, 2025
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছয় দিন ধরে চলা দাবানল এখনো নিয়ন্ত্রণে আসেনি। উল্টো নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে আগুন। এই ভয়াবহ পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪-এ, আর নিখোঁজ রয়েছে ১৬ জন। ঝোড়ো বাতাসের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
সোমবার (১৩ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনারের রিপোর্ট অনুযায়ী, রোববার পর্যন্ত দাবানলে ২৪ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন ১৬ জন।
বর্তমানে লস অ্যাঞ্জেলেসে চারটি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ প্যালিসেডস দাবানল, যা ইতোমধ্যেই ২২ হাজার একরের বেশি এলাকা পুড়িয়ে দিয়েছে। এই দাবানল নতুন করে আরও এক হাজার একরে বিস্তৃত হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, প্যালিসেডস দাবানল মাত্র ১১ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
দাবানলের দ্বিতীয় ভয়াবহ ক্ষেত্র এটন এলাকা। প্যালিসেডস ও এটন দাবানল একত্রে ১৪৫ বর্গকিলোমিটার এলাকা ছাই করে দিয়েছে। ভৌগোলিকভাবে এই আয়তন নিউইয়র্কের ম্যানহাটান এলাকার প্রায় আড়াই গুণ।
গত ছয় দিনের দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে ৪০ হাজার একরের বেশি এলাকা। আগুনে ধ্বংস হয়েছে ১২ হাজারেরও বেশি বাড়িঘর ও স্থাপনা। এক লাখের বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, প্যালিসেডস দাবানলে অগ্রগতি অর্জিত হলেও ঝোড়ো বাতাস পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস ও ভেঞ্চুরা কাউন্টিতে বাতাসের গতি ঘণ্টায় ৬০ মাইল পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এই বাতাস আগুনের বিস্তার আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।
দাবানলের ধোঁয়ার কারণে লস অ্যাঞ্জেলেসের বাতাসে দূষণের মাত্রা বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। স্থানীয় প্রশাসন স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বাসিন্দাদের মাস্ক পরা এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস আগামী সপ্তাহেও অগ্নিকাণ্ডের সতর্কতা জারি রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর সদস্যরা দিন-রাত কাজ করে যাচ্ছেন, তবে ঝোড়ো বাতাস ও তীব্র তাপমাত্রা তাদের প্রচেষ্টায় বাধা সৃষ্টি করছে।
লস অ্যাঞ্জেলেসের প্রশাসন দাবানলের ক্ষয়ক্ষতি কমাতে জরুরি ব্যবস্থা গ্রহণ করছে। আগুন নিয়ন্ত্রণে হাজার হাজার দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দাদের জন্য জরুরি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে।
দাবানলের ভয়াবহতা ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে আরও প্রাণহানি ও সম্পদের ক্ষতি হতে পারে। এর সঙ্গে দূষণজনিত স্বাস্থ্য সমস্যাও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসে আগামী কয়েক দিনে আরও খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। ঝোড়ো বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের ভয়াবহতা কমার সম্ভাবনা খুবই কম।