Logo

রাজনীতি    >>   যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। স্থানীয় সময় সোমবার (২৩ ডিসেম্বর) তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপে এ প্রতিশ্রুতি দেন।

হোয়াইট হাউসের বিবৃতি অনুযায়ী, এই আলোচনায় তারা বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, সংস্কার প্রক্রিয়া, এবং ভবিষ্যৎ নির্বাচন নিয়ে মতবিনিময় করেন। সুলিভান বলেন,
"যুক্তরাষ্ট্র একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে।"

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমে যে অগ্রগতি অর্জন করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

ফোনালাপে উভয় নেতা ধর্ম, বর্ণ, এবং জাতি নির্বিশেষে সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন এবং তা সুরক্ষার বিষয়ে তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সুলিভান অধ্যাপক ইউনূসের উদ্যোগে সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণার জন্য তাকে ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়ে জোর দেন।

ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়ে বলেন,
"বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে এবং প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।"

তিনি জানান, আগামী জানুয়ারির মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের ছয়টি বড় সংস্কার কমিশনের রিপোর্ট জমা হবে। এরপরই নির্বাচনের জন্য জাতিকে প্রস্তুত করতে ঐকমত্য-নির্মাণ প্রক্রিয়া শুরু হবে।

অধ্যাপক ইউনূস সেপ্টেম্বরে নিউইয়র্ক সফরের সময় প্রেসিডেন্ট জো বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করেন। তিনি বলেন,
"বাংলাদেশের সার্বিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের অবদান অতুলনীয়।"

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়,
"বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের সম্মুখীন, তা মোকাবিলায় যুক্তরাষ্ট্র আন্তরিকভাবে পাশে থাকবে।"





P.S 220 Winter concert

P.S 220 Winter concert