Logo

সাহিত্য সংস্কৃতি    >>   ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বীর শহীদদের প্রতি সম্মান জানায় বাংলাদেশ সেনাবাহিনী

৩১ বার তোপধ্বনির মাধ্যমে বীর শহীদদের প্রতি সম্মান জানায় বাংলাদেশ সেনাবাহিনী

৩১ বার তোপধ্বনির মাধ্যমে বীর শহীদদের প্রতি সম্মান জানায় বাংলাদেশ সেনাবাহিনী

আজ সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

ঢাকা পুরাতন বিমান বন্দর এলাকায় (তেজগাঁও) বাংলাদেশ সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ৬টি গান ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদদের স্মরণ করে। এই ঐতিহ্যগত তোপধ্বনি স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে সশস্ত্র বাহিনী কর্তৃক শহীদদের শ্রদ্ধা জানাতে দেয়া হয়, যাদের ত্যাগ এবং জীবন উৎসর্গের বিনিময়ে অর্জিত স্বাধীনতা।

মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা সূর্যোদয়ের সাথে শুরু হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এসময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর বাংলাদেশ সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তাকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভোর সাড়ে ৬টার পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন তারা।

বিউগল বাজিয়ে সশস্ত্র সালাম প্রদান করেন তিন বাহিনীর চৌকশ সদস্যরা। প্রধান বিচারপতি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং বিভিন্ন দফতরের প্রধানরা স্মৃতির মিনারে ফুল দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এসময় মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert