ক্যাপিটল হিল দাঙ্গায় অভিযুক্ত ১৬০০ জনকে ক্ষমা করলেন প্রেসিডেন্ট ট্রাম্প
- By Jamini Roy --
- 21 January, 2025
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পরপরই বড় ধরনের এক সিদ্ধান্তে স্বাক্ষর করেন। ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িত অভিযোগে গ্রেপ্তার হওয়া প্রায় ১,৬০০ জনকে ক্ষমা করেছেন তিনি। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) শপথ গ্রহণের কিছুক্ষণ পরই তিনি এই সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেন।
২০২১ সালের ৬ জানুয়ারি, তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা কংগ্রেস ভবনে হামলা চালায়। কংগ্রেসে তখন জো বাইডেনের নির্বাচনী বিজয় নিশ্চিত করার আনুষ্ঠানিকতা চলছিল। ট্রাম্প সমর্থকরা ভোট জালিয়াতির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে এবং তা দ্রুত সহিংসতায় রূপ নেয়।
এই দাঙ্গায় কংগ্রেস ভবনের নিরাপত্তা লঙ্ঘিত হয় এবং অন্তত পাঁচজন প্রাণ হারান। দাঙ্গার ঘটনার জেরে ডেমোক্র্যাটরা ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করে। যদিও সিনেটে দুই-তৃতীয়াংশ ভোট না পাওয়ায় ট্রাম্প শাস্তি এড়িয়ে যান।
কয়েক মাস আগে থেকেই ট্রাম্প তার সমর্থকদের ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এলে দাঙ্গায় অভিযুক্তদের ক্ষমা করবেন। তার সমর্থকরা সেই প্রতিশ্রুতিকে কেন্দ্র করে ট্রাম্পের শপথ অনুষ্ঠানের দিন ডিসি জেলের বাইরে জড়ো হয়।
শপথ গ্রহণের পর প্রথম ভাষণে ট্রাম্প বলেন, "ওভাল অফিসে পৌঁছে প্রথম কাজ হিসেবে ৬ জানুয়ারির ঘটনার জন্য বন্দি করা রাজনৈতিক বন্দিদের মুক্তি দেব।" এরপর তিনি দ্রুত একটি নির্বাহী আদেশে সই করেন।
ক্যাপিটল হিল দাঙ্গায় অভিযুক্তদের 'রাজনৈতিক বন্দি' হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেছেন, তারা "যুক্তরাষ্ট্রের জন্য লড়াই করেছিলেন।" তার মতে, এদের শাস্তি দেয়ার ঘটনা যুক্তরাষ্ট্রের আইনি ব্যবস্থার ওপর রাজনৈতিক প্রভাবের পরিচায়ক।
এই ক্ষমার পর দাঙ্গায় জড়িত বন্দিদের মুক্তির দায়িত্বপ্রাপ্ত আইনি কৌঁসুলি ড্যারেক স্ট্রম বলেন, "সোমবার রাতের আগেই সকল বন্দি ওয়াশিংটনের কারাগার থেকে মুক্তি পাবেন।"
ট্রাম্পের এই পদক্ষেপ ডেমোক্র্যাটদের মধ্যে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। ডেমোক্র্যাটরা মনে করছে, ট্রাম্প তার সমর্থকদের উস্কানি দিয়েই দাঙ্গা ঘটিয়েছিলেন এবং এখন তিনি সেই দোষীদের পুরস্কৃত করছেন।
অন্যদিকে, ট্রাম্পপন্থিরা এটিকে ন্যায়বিচার হিসেবে দেখছেন। তাদের মতে, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থার সঠিক দিকটি তুলে ধরেছে। ক্যাপিটল হিল দাঙ্গায় অভিযুক্তদের ক্ষমা করার মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদ শুরু করলেন।