ট্রাম্পের সন্দেহ: গাজার যুদ্ধবিরতি টিকবে না
- By Jamini Roy --
- 21 January, 2025
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) শপথ গ্রহণের পর ওভাল অফিসে প্রথম দিনেই এ বিষয়ে মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, "আমি আত্মবিশ্বাসী নই। এটি আমাদের যুদ্ধ নয়; এটি তাদের যুদ্ধ। তাদের অবস্থান অনেকটাই দুর্বল।"
গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “গাজাকে সম্পূর্ণ নতুনভাবে পুনর্গঠন করতে হবে। এটি এখন একটি ধ্বংসস্তূপ। তবে গাজা একটি আকর্ষণীয় স্থান। এর সমুদ্রতীরবর্তী অবস্থান, সুন্দর আবহাওয়া এবং প্রাকৃতিক পরিবেশ মিলে এটি চমৎকার সম্ভাবনা রাখে।"
তিনি আরও যোগ করেন, "গাজাকে নতুনভাবে নির্মাণ করা সম্ভব এবং এটি দীর্ঘমেয়াদে ইতিবাচক ফলাফল আনবে।"
২০২৩ সালের ৭ অক্টোবর, ফিলিস্তিনি গোষ্ঠী হামাস আকস্মিকভাবে ইসরাইলে হামলা চালায়। এর জবাবে ইসরাইল গাজায় নজিরবিহীন হামলা শুরু করে। এই যুদ্ধে গত ১৫ মাসে ৪৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার সাম্প্রতিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন।
ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল রবিবার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে আটটায়। তবে হামাস মুক্তিপ্রাপ্ত বন্দিদের তালিকা সরবরাহ করতে বিলম্ব করায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তি স্থগিত করেন। পরে তালিকা জমা দিলে বেলা সোয়া ১১টায় যুদ্ধবিরতি এবং বন্দিবিনিময় চুক্তি কার্যকর হয়।
মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ বলেন, “মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে।"
যুদ্ধবিরতির ভবিষ্যৎ সম্পর্কে সন্দেহ প্রকাশ করে ট্রাম্প বলেন, “চুক্তি দীর্ঘস্থায়ী হবে বলে আমার মনে হয় না। তবে এর মধ্যেই গাজাকে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করতে হবে।" তিনি মনে করেন, স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক পুনর্গঠন জরুরি।
গাজাকে পুনর্গঠনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন ট্রাম্প। তিনি বলেন, “গাজাকে একটি সমৃদ্ধশালী অঞ্চলে রূপান্তরিত করতে আন্তর্জাতিক সাহায্য ও সম্পদ ব্যবহার করা যেতে পারে।"