শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প, ঘোষণা দিলেন আমেরিকার ‘স্বর্ণযুগ’ শুরু
- By Jamini Roy --
- 21 January, 2025
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) শপথ নিয়েছেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল রোটুন্ডায় শপথ গ্রহণ অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি জন রবার্টস। তার সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শপথ নিয়েছেন। শপথ গ্রহণের পরদিনটিকে ট্রাম্প আখ্যা দেন ‘মুক্তির দিন’ হিসেবে।
শপথ গ্রহণের পর দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘আমেরিকার স্বর্ণযুগ এখনই শুরু হয়েছে।’ তিনি জানান, তার নেতৃত্বে দেশটি উন্নয়ন ও সম্মানের নতুন শিখরে পৌঁছাবে। বক্তব্যে ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘আমেরিকা ফার্স্ট।’
ট্রাম্প বলেন, ‘আমাদের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা হবে, নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠিত হবে।’ দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের উন্নয়ন ও সার্বভৌমত্ব বজায় রাখার প্রতিশ্রুতি দেন তিনি।
ট্রাম্প তার প্রশাসনের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য:
- জাতীয় জরুরি অবস্থা ঘোষণা: যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি।
- মাদক কার্টেলের বিরুদ্ধে ব্যবস্থা: মাদক চক্রগুলোকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার ঘোষণা।
- অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো: ‘লাখ লাখ অপরাধী’ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে রয়েছে উল্লেখ করে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর হুঁশিয়ারি।
- মেক্সিকোতে থাকো’ নীতি পুনর্বহাল: সীমান্তে সৈন্য ও জনবল বাড়ানোর প্রতিশ্রুতি।
ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিশ্বব্যাপী প্রভাবশালী ব্যক্তিত্বরা। মেটার সিইও মার্ক জাকারবার্গ এবং তার স্ত্রী প্রিসিলা চ্যান, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং তার সঙ্গী লরেন সানচেজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও বিশ্বের শীর্ষ ধনী ও ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্ক ছিলেন অতিথি তালিকায়। এই সব উচ্চপদস্থ ব্যক্তিরা ক্যাপিটল ভবনে বিশেষ অতিথি হিসেবে শপথ অনুষ্ঠানে অংশ নেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হলো ‘স্বর্ণযুগ’-এর অঙ্গীকার নিয়ে। দেশবাসীর প্রতি তার প্রতিশ্রুতি, যুক্তরাষ্ট্রকে উন্নত, সমৃদ্ধ এবং নিরাপত্তায় শক্তিশালী করে তোলার। নতুন সিদ্ধান্তগুলো কি এই লক্ষ্য পূরণে কার্যকর হবে, তা দেখার অপেক্ষায় পুরো বিশ্ব।